ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ

টাইগাররা ভালই এগোচ্ছে

প্রকাশিত: ০৬:০২, ২৯ জুলাই ২০১৮

টাইগাররা ভালই এগোচ্ছে

স্পোর্টস রিপোর্টার ॥ তামিম ইকবাল ও সাকিব আল হাসানের জুটিতে ভালই এগিয়ে চলেছে বাংলাদেশ। সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯০ রান করে বাংলাদেশ। তামিম ৬২ বলে ৪৭ ও সাকিব ২৮ বলে ২৭ রান করে উইকেটে আছেন। দুইজন মিলে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটিও গড়ে ফেলেন। এনামুল হক বিজয়কে নিয়ে যে আশা দেখা হয়েছিল, সেই আশা হতাশাতেই পরিণত হয়। বিজয় ৩১ বল খেলে ১০ রান করে আউট হয়ে যান। মিডঅনে বাজে শটে আউট হন বিজয়। বাজে শটে আউট হওয়া থেকে বেরই হতে পারেননি তিনি। ওপেনার তামিম ইকবালের সঙ্গে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার আশা দেখিয়েও বেশিদূর যেতে পারেননি বিজয়। দলের ৩৫ রানের সময় আউট হয়ে যান। তবে উইকেটে যে ব্যাটিং করা কতটা কঠিন তা তামিমের ধৈর্য ধরে ব্যাটিং করা দেখেই বোঝা যায়। সাকিব অবশ্য শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন। কিন্তু প্রথম পাওয়ার প্লেতে ১০ ওভারে ৩৭ রানের বেশি তোলা যায়নি। রানের গতি খুবই কম ছিল। প্রথম পাওয়ার প্লে শেষ হতেই দ্বিতীয় পাওয়ার প্লেও (১১-২০ ওভার) নিয়ে ফেলেছে বাংলাদেশ। সেই পাওয়ার প্লেতে ৫৩ রান আসে। দুর্দান্ত খেলতে থাকেন তামিম ও সাকিব। দলকে এগিয়ে নিচ্ছেন তারা। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে হচ্ছে। সিরিজ ফয়সালার ম্যাচ এটি। সিরিজে ১-১ সমতা থাকায় যে দল জিতবে তারাই সিরিজ জিতে নেবে। ২-১ ব্যবধানে সিরিজ জিতবে। প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ৪৮ রানে জিতেছে। দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৩ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজ। আক্ষেপের হার হয় বাংলাদেশের। ২০১৬ সালের সেপ্টেম্বরে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পর প্রায় দুই বছর হতে চলেছে। কিন্তু বাংলাদেশ সিরিজ জিততে পারছে না। ২২ মাস ধরে কোন সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। আফগানদের বিপক্ষে সিরিজটি হয়েছিল দেশের মাটিতে। এবার সিরিজটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। দেশের বাইরে। বিদেশের মাটিতে। দেশের বাইরে বাংলাদেশ প্রায় ৯ বছর ধরে কোন সিরিজ জিততে পারেনি। ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারানোর পর আগস্টে জিম্বাবুইয়েকেও সিরিজে হারিয়েছিল। এরপর বাংলাদেশ বিদেশের মাটিতে আর কোন সিরিজে জিততে পারেনি। এরপর দেশের বাইরে ১৪টি সিরিজ খেলেছে বাংলাদেশ। একটিতেও সিরিজ জয় নেই। শ্রীলঙ্কার বিপক্ষে দুইবার ও আয়ারল্যান্ডের বিপক্ষে একবার সিরিজ ড্র করার স্বাদ নিয়েছে বাংলাদেশ। কিন্তু সিরিজ জেতা আর হয়ে ওঠেনি। গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে জিতে সিরিজ জেতার আশা জাগায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর তৃতীয় ওয়ানডে হেরে যায়। তাতে সিরিজ হয় ড্র। ২০১০ সালে ইংল্যান্ডেও একবার সিরিজ জেতার সুযোগ ধরা দিয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে হেরে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা আনে। শেষ ওয়ানডেতে জিতলেই হতো। কিন্তু হেরে যায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে সাতবার দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারায় বাংলাদেশ। হোয়াইটওয়াশ করে। কিন্তু সেই রকম দলটি খানিক দুর্বল ছিল। কিন্তু ২০১২ সালে দেশের মাটিতে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলকেই আবার সিরিজে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ। ২০১১ সালেও দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারানোর সুযোগ ধরা দিয়েছিল। কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই ওয়ানডে হেরে যায় বাংলাদেশ। ৯ বছর পর আবারও ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারানোর সুযোগ ধরা দেয়। সেন্ট কিটসেই তৃতীয় ওয়ানডে ২০০৯ সালে হয়েছিল সেবার। এবারও একই ভেন্যুতে হচ্ছে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। ম্যাচটিতে আগে ব্যাটিং করে ভালই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তামিম-সাকিব জুটিতে এগিয়ে চলেছে বাংলাদেশ।
×