ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাড্ডার ইউলুপ খুলছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:৪৬, ২৮ জুলাই ২০১৮

 বাড্ডার ইউলুপ  খুলছে আজ,  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিনিউজ ॥ প্রতীক্ষিত রাজধানীর মেরুল বাড্ডার ইউলুপটি চালু হচ্ছে আজ শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ইউলুপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রাজউকের প্রকল্প পরিচালক (হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প) জামাল আখতার ভূঁইয়া। শুক্রবার রাতে তিনি বলেন, এটি উদ্বোধনের সব প্রস্তুতি শেষ হয়েছে। কাল (শনিবার) এ ইউলুপ চালু হবে। বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। এ জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে রামপুরা ও বাড্ডা প্রান্তে দুটি ইউলুপ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ২০১৬ সালের ২৫ জুন রামপুরা অংশের ইউলুপটি চালুর পর যানজট নিরসনে বেশ সাফল্য পাওয়া গেছে। বাড্ডার ইউলুপটি চালু হলে হাতিরঝিল থেকে রামপুরা, বনশ্রীগামী যানবাহন সহজেই ঘুরতে পারবে। প্রগতি সরণির বাড্ডা এবং রামপুরা এলাকার যানজট অনেকটাই কমবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এই প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ারিং শাখা। নির্মাণকাজের দায়িত্বে আছে স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ৪৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের বাড্ডা ইউলুপ নির্মাণে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা। ২০০৭ সালে শুরু হওয়া হাতিরঝিল প্রকল্পের মেয়াদ প্রথমে চার দফা বাড়ানো হয়। ২০১৬ সালের ডিসেম্বরে হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে ইউলুপের মূল সড়কের ভূগর্ভস্থ ডেসকো, বিটিসিএল, তিতাস, ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থার তার সরাতে সময় লেগে যায়। এছাড়া ইউলুপের ডাইভারশন সড়ক নির্মাণের জমি অধিগ্রহণ নিয়ে মামলা থাকায়ও কাজ শেষ করা যায়নি। সে সময় প্রকল্পের কাজ শেষ না হওয়ায় সরকারের কাছে পঞ্চমবারের মতো আরও দেড় বছর সময় চায় রাজউক। তবে এজন্য প্রকল্পের ব্যয় বাড়েনি।
×