ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ালটনের ফুল-ভিউ ডিসপ্লের নতুন ফোরজি ফোন বাজারে

প্রকাশিত: ০৭:২৬, ২৮ জুলাই ২০১৮

  ওয়ালটনের ফুল-ভিউ ডিসপ্লের নতুন ফোরজি ফোন বাজারে

দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের নতুন ফোরজি ফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। প্রিমো জিএফসেভেন মডেলের ওই স্মার্টফোনের দাম মাত্র ৫ হাজার ৯৯৯ টাকা। এটিকে দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফুল-ভিউ ডিসপ্লের ফোরজি ফোন বলছে ওয়ালটন। ওয়ালটন সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এই ফোনটি তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়। স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৫.৩৪ ইঞ্চির ১৮:৯ রেশিওর ফুল-ভিউ আইপিএস ডিসপ্লে। ২.৫ডি কার্ভড গ্লাস সমৃদ্ধ এই ফোনে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে প্রযুক্তি। যার ফলে স্ট্যান্ডবাই মোডে রেখেই নোটিফিকেশন, সময় কিংবা তারিখ দেখা যাবে। ১.২৫ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসরসমৃদ্ধ ফোনটিতে রয়েছে ১ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, মালি-টি৭২০ গ্রাফিক্স, ৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ যা ৬৪ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে। ২ হাজার ৭০০ মিলি এ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটির সামনে ও পেছনে আছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোরজি সাপোর্টেড ডুয়াল সিমের ফোনটি এ্যান্ড্রয়েড ওরিও ৮.১ (গো এডিশন) পরিচালিত। নীল ও সোনালি এই দুই রঙে ফোনটি দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে মিলছে। ৩০ দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট সুবিধাসহ এই ফোনে ১০১ দিনের প্রায়োরিটি বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতা। তা ছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা থাকছে।
×