ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছয় ম্যাচ নিষিদ্ধ গুনাথিলাকা

প্রকাশিত: ০৭:১৮, ২৮ জুলাই ২০১৮

  ছয় ম্যাচ নিষিদ্ধ গুনাথিলাকা

স্পোর্টস রিপোর্টার ॥ আচরণবিধি ভঙ্গের কারণে শ্রীলঙ্কান ক্রিকেটার দানুসকা গুনাথিলাকাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গত ২১ জুলাই রাতে শ্লীলতাহানি সংক্রান্ত অভিযোগের কারণে তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। তবে কী কারণে, কয় ম্যাচের জন্য এবং কেন গুনাথিলাকাকে নিষিদ্ধ করা হয়েছিল সেটা বিস্তারিত জানায়নি লঙ্কান বোর্ড। এদিনও বিস্তারিত কিছু জানায়নি বোর্ড। বোর্ডের পক্ষ থেকে শুধু বলা হয়েছে, আচরণবিধি ভঙ্গ করেছেন এই ক্রিকেটার। তবে সংবাদ মাধ্যমগুলো বলেছে, পুলিশের কাছে নরওয়ের এক নারীর অভিযোগের ভিত্তিতে গুনাথিলাকার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই নারীর দাবি গুনাথিলাকার এক বন্ধু তার হোটেল কক্ষে তার সামনেই ধর্ষণ করেছে। ওই সময়ে চলছিল কলম্বো টেস্ট। কলম্বো টেস্টের ম্যাচ ফিও স্থগিত ছিল গুনাথিলাকার। টেস্টে তিনি প্রথম ইনিংসে ৫৭ ও দ্বিতীয় ইনিংসে করেন ৬১ রান। প্রসঙ্গত, গত বছর অক্টোবরেও আরেকটি শৃঙ্খলাবিরোধী কর্মকাে র কারণে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই ক্রিকেটার।
×