ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্রিকেটাঙ্গনে ইমরান বন্দনা

প্রকাশিত: ০৭:১৬, ২৮ জুলাই ২০১৮

 ক্রিকেটাঙ্গনে ইমরান বন্দনা

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান। জাতীয় নির্বাচনে যোজন ব্যবধানে এগিয়ে আছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। তুখোড় অলরাউন্ডার থেকে ঝানু রাজনৈতিক, অতঃপর এত অল্পসময়ে রাষ্ট্রপ্রধানের আসনে অধিষ্ঠিত হওয়ার ঘটনা ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রীড়াঙ্গনেই বিরল। বিশ্বজয়ী দলের সদস্য আরেক সাবেক ওয়াসিম আকরাম, তুখোড় তারকা শহীদ আফ্রিদি, এমনকি চিরশত্রু ভারতীয় গ্রেট কপিল দেব, আজহার উদ্দীনসহ অনেকেই ইমরানকে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ কেউ আবার সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ক্রিকেট মাঠে দল চালানো আর দেশ চালানো এক কথা নয়। ‘এটা দারুণ কৃতিত্বের ব্যাপার। গোটা দেশের দায়িত্বের সামনে ক্রিকেট খেলাটা কিছুই নয়। তবে এটা বলব, বিশ্বকাপ জেতার সময় ইমরান যে রকম আবেগপ্রবণ ছিল, এখনও সে রকমই আছে। আশা করব, ওর এই সাফল্য পাকিস্তানের জন্য ভাল কিছু বয়ে আনবে।’ বলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি আরও যোগ করেন, ‘প্রথমে মাঠে দেশের প্রতিনিধিত্ব করা। তার পরে সেই দেশের সর্বময় নেতা হয়ে ওঠা এটা সত্যি অসাধারণ।’ ইমরান ক্ষমতায় আসার পরে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক কোন্ দিকে যেতে পারে? প্রশ্নের জবাবে কপিল বলেছেন, ‘ইমরান যেহেতু ক্রিকেটার ছিল, তাই মনে হয় ও পরিস্থিতির উন্নতির ওপরই জোর দেবে। ক্রিকেট মহলও সে ব্যাপারে একমত। তবে আমার মনে হয়, তার আগে মাঠের বাইরের পরিস্থিতি উন্নত করার ওপর নজর দিতে হবে।’ পাশাপাশি কপিল আরও বলেন, ‘ইমরান অনেকবারই ভারতে এসেছে। ও আমাদের ক্রিকেটপ্রেম সম্পর্কে ভালই ওয়াকিবহাল। ও হয়ত দু-দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নত করার ওপরে নজর দেবে। আর সেটা যদি ক্রিকেটের সাহায্যে করা যায়, তা হলে আমরা, ক্রিকেটাররা বেশি খুশি হব।’ তবে আরেক সাবেক ভারতীয় আজহার উদ্দীন যিনি অনেক আগেই ভারতীয় রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি বলেছেন, ক্রিকেট আর দেশ চালানো এক নয়, ইমরানকে কঠিন পথ পাড়ি দিতে হবে। একের পর এক টুইট করেছেন ইমরানের সাবেক সতীর্থরা। বাইশ গজে বিশ্বজয়ের ক্ষেত্রে ইমরানের অন্যতম প্রধান অস্ত্র যিনি ছিলেন, সেই ওয়াসিম আকরামের মন্তব্য, ‘তোমার নেতৃত্বে আমরা ১৯৯২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। তোমার নেতৃত্বেই আমরা আবার একটি মহান দেশ হয়ে উঠতে পারি।’ বৃহস্পতিবারই দেশের নতুন রাষ্ট্র্রপ্রধানের কাছে গিয়ে তাকে অভিনন্দন জানিয়ে এসেছেন আকরাম, ‘দেশের নতুন রাষ্ট্রপ্রধানকে অভিনন্দন জানালাম। সব কিছুই সরকারি রীতি মনে হলো। তবে আমি এখনও ইমরানকে অধিনায়কই বললাম।’ ইমরানের সময়ের আরেক সতীর্থ রমিজ রাজার মন্তব্য, ‘নেতা হিসেবে ইমরানের চেয়ে ভাল উদাহরণ আর কে হতে পারে? সুপারস্টার হিসেবে ওর তুলনা মেলা ভার অথচ বাইশ বছর ধরে এই একটা লক্ষ্য এবং আদর্শের জন্য লড়াই করে গিয়েছে। ও সব সময়ই বাকিদের চেয়ে আলাদা। ইমরানকে রাষ্ট্রপ্রধান হিসেবে পেয়ে আমরা গর্বিত।’ শহীদ আফ্রিদির টুইট, ‘এই ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন। ২২ বছরের লড়াই এতদিনে সফল হলো। তোমার কাছ থেকে পাকিস্তান অনেক কিছু প্রত্যাশা করে। আশা করব, তুমি আমাদের সামনে থেকেই নেতৃত্ব দেবে।’
×