ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টেস্টের আদিলকে নিয়ে বিতর্ক

প্রকাশিত: ০৭:১৫, ২৮ জুলাই ২০১৮

  টেস্টের আদিলকে নিয়ে বিতর্ক

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে শক্তিধর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের দীর্ঘ সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ পরিসরের ম্যাচে খেলা থেকে বিরত থাকা লেগস্পিনার রশিদ খান সুযোগ পাওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। কারণ চলতি মৌসুমে তিনি লাল বলের ক্রিকেট খেলেননি একেবারেই! ফেব্রুয়ারিতে ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন কেবল সাদা বলের ওয়ানডে ও টি২০ ফরমেটের জন্য। সীমিত ওভারের ক্রিকেটেই মনোযোগ দেয়ার কথা বলেছিলেন। ফলে, তার টেস্ট দলে আসায় তার কাউন্টি দল ইয়র্কশায়ারের কর্তারাও অবাক। তবে ইংল্যান্ড জাতীয় নির্বাচক এড স্মিথ বলেন, ‘রশিদ খেলবে বলে জানিয়েছিল। যদি টেস্ট খেলতে হয় তবে কাউন্টিতে চারদিনের ম্যাচ খেলার চুক্তি থাকা প্রয়োজনের, সেটা সে বুঝতে পারছে। নির্বাচকরা সবাই ওর ওপর ভরসা রাখছে।’ নির্বাচক প্রধানের বক্তব্য অনুযায়ী অচিরেই হয়ত ঘরোয়া প্রথমশ্রেণীর ম্যাচে খেলবেন আদিল রশিদ। ভারতের বিরুদ্ধে সদ্য ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করেন তিনি। সেজন্যই সম্ভবত তাকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হলো। তবে ইয়র্কশায়ার কাউন্টির তরফে এই সিদ্ধান্তকে হতাশাজনক বলে জানানো হয়েছে। কারণ, টেস্ট দলে থাকার জন্য তারকা লেগস্পিনারকে পাবে না তারা। কাউন্টির ডিরেক্টর অব ক্রিকেট মার্টিন মক্সন থেকে কাউন্টির মুখ্য কার্যনির্বাহী মার্ক আর্থার, প্রত্যেকেই নির্বাচকদের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ক্যারিয়ারে এ পর্যন্ত ১০ টেস্ট খেলেছেন ৩৮ উইকেট নিয়েছেন আদিল রশিদ। ৩০ বছর বয়সী ২০১৬ সালের ডিসেম্বরে শেষবার টেস্ট খেলেছিলেন। সেটাও ছিল ভারতের বিরুদ্ধে। সেই সিরিজে ৩৭.৪৩ গড়ে পাঁচ টেস্টে ২৩ উইকেট নিয়েছিলেন তিনি। ফের ভারতেরই বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি। ইংল্যান্ডের একদিনের দলে অবশ্য তিনি নিয়মিত সদস্য। তবে একদিনের ক্রিকেটে দ্রুত রান করার চাপ থাকে ব্যাটসম্যানের ওপর। কিন্তু টেস্টে সাধারণত ঝুঁকি নেয়ার প্রয়োজন পড়ে না। ফলে, রশিদ ওভারের ক্রিকেটের সাফল্য পাঁচদিনের ফরমেটে পুনরাবৃত্তি করতে পারবেন কিনা, সেই সংশয় থাকছেই। ইংল্যান্ড দলে আছেন অফস্পিনিং অলরাউন্ডার মঈন আলিও। ১৩ জনের দলে দু-জন স্পিনার রেখেছে ইংল্যান্ড। ১ অগস্ট থেকে এজবাস্টনে শুরু পাঁচ টেস্টের হাই-ভোল্টেজ এই সিরিজ। ক্রিকেটমহল মনে করছে দুই স্পিনারকেই সম্ভবত খেলানো হবে প্রথম টেস্টে। ইংল্যান্ডের আবহাওয়ার কথা মাথায় রেখেই যা হতে চলেছে বলে জল্পনা জোরদার। ইংল্যান্ডে এই মুহূর্তে বেশ গরম। ভারতীয় দলও টেস্ট স্কোয়াডে তিন স্পিনার রেখেছে। রবিচন্দ্রন অশ্বিন ছাড়াও দলে রয়েছেন বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা, চায়নাম্যান কুলদীপ যাদব। যদিও অভিজ আশ্বিনের ফিটনেস নিয়ে চিন্তিত সফরকারী ম্যানেজমেন্ট। প্রথম টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড স্কোয়াডে নতুন মুখ এসেক্সের পেসার জ্যামি পোর্টার। নেটে সমারসেটের দুই স্পিনার ডোম বেস ও জ্যাক লিচকে ডাকা হয়েছে। দলে নেই অলরাউন্ডার ক্রিস ওকস। মে মাসে পাওয়া চোট এখনও সারিয়ে উঠতে পারেননি তিনি। ইংল্যান্ড টেস্ট দল ॥ জো রুট (অধিনায়ক) মঈন আলি, জেমস এ্যান্ডারসন, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, এ্যালিস্টার কুক, স্যাম কুরান, কিয়েটন জেনিংস, ডেভিড মালান, জ্যামি পোর্টার, আদিল রশিদ ও বেন স্টোকস।
×