ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবার নিষিদ্ধ লোকটে

প্রকাশিত: ০৭:১৫, ২৮ জুলাই ২০১৮

 আবার নিষিদ্ধ  লোকটে

স্পোর্টস রিপোর্টার ॥ অলিম্পিকে ছয়টি স্বর্ণপদক জয়ী মার্কিন তারকা রায়ান লোকটে সাঁতার থেকে ১৪ মাস নিষিদ্ধ হয়েছেন। ৩৩ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই তারকা সাঁতারু ডোপবিরোধী সংস্থার নিয়ম ভেঙ্গে বিপদে পড়েছেন। তিনি নল দিয়ে শিরায় সরাসরি ওষুধ নেন। সেই ওষুধ অবৈধ না হলেও নেয়ার প্রক্রিয়াটা ছিল অবৈধ। লোকটে বিপাকে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে। সেখানে দেখা যায় স্যালাইনের নলের সাহায্যে তার শিরায় কিছু একটা দেয়া হচ্ছে। এ্যাথলেটদের এভাবে ওষুধ নেয়া নিয়ম বিরুদ্ধ। এই ছবি দেখে তদন্ত শুরু হলে তিনি দোষী প্রমাণিত হন। লোকটে ভেঙ্গে পড়লেও নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন। সাম্প্রতিক সময়ে মাইকেল ফেলপসের পর লোকটেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফল সাঁতারু। ২০১৬ রিও অলিম্পিকে উদ্ভট এক কান্ড ঘটিয়ে ১০ মাস নিষিদ্ধ হয়েছিলেন। সংবাদ মাধ্যমে গুজব ছড়াতে বলেছিলেন, বন্দুকধারীরা তাকে তুলে নিয়ে গিয়েছিল! তার দাবি ছিল রাতে ঘোরার সময় একটি পেট্রোল পাম্প থেকে তিন সতীর্থের সঙ্গে তাকে তুলে নেয়া হয়। কিন্তু পুলিশ সিসিটিভিতে তার কোন প্রমাণই পায়নি। আপীলে নিষেধাজ্ঞার মেয়াদ না কমলে আগামী বছর দক্ষিণ কোরিয়ার বিশ্বসাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া হবে না লোকটের।
×