ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দ্রুততম মানব হাছান মানবী শিরিন

প্রকাশিত: ০৭:১৪, ২৮ জুলাই ২০১৮

 দ্রুততম মানব হাছান মানবী শিরিন

স্পোর্টস রিপোর্টার ॥ দু’দিনব্যাপী ঢাকা সিটি এফসি লিঃ ১৪তম জাতীয় সামার এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে শুক্রবার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবারের আসরের পর্দা নামবে আজ। আসরের প্রথমদিনেই নিষ্পত্তি হয়েছে দুই আকর্ষণীয় ইভেন্টের। পুরুষ ও মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতে বাজিমাত করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) হাছান মিয়া ও বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। সবার চোখ ছিল পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে। গত সাতবার দ্রুততম মানব হয়ে এই ইভেন্টকে নিজের পৈত্রিক সম্পত্তি বানিয়ে ছাড়েন বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টার মেজবাহ আহমেদ। তবে এবার তাকে চমকে দিয়ে দ্রুততম মানবের খেতাব জিতে নিয়েছেন বিকেএসপির তরুণ হাছান মিয়া। ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে মেজবাকে পেছনে ফেলে প্রথম হন তিনি। সাত বছর পর মুকুট হারানো মেজবাহ ১০.৯০ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রৌপ্যপদক। নৌবাহিনীর আব্দুর রউফ ১১ সেকেন্ড সময় নিয়ে জিতে নিয়েছেন ব্রোঞ্জপদক। মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে ১২.২০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন নৌবাহিনীর শিরিন আক্তার। একই দলের সোহাগী আক্তার ১২.৩০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক ও সেনাবাহিনীর শরীফা খাতুন ১২.৪০ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জপদক। ম্যারাথনে আধিপত্য দেখিয়েছেন সেনাবাহিনীর এ্যাথলেটরা। নুরুজ্জামান প্রথম, ফিরোজ খান দ্বিতীয় ও আব্দুর রহিম তৃতীয় হয়েছেন। পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে নৌবাহিনীর রাকিবুল ইসলাম স্বর্ণ, সেনাবাহিনীর কামরুল হাসান রৌপ্য ও একই দলের সোহেল রানা (১) জিতেছেন ব্রোঞ্জপদক। মহিলাদের ১৫০০ মিটার দৌড়ে সেনাবাহিনীর সুমী আক্তার প্রথম, একই দলের পাপিয়া খাতুন দ্বিতীয় ও নৌবাহিনীর সুলতানা আক্তার হয়েছেন তৃতীয়। মহিলাদের ৪০০ মিটার দৌড়ে সেনাবাহিনীর সুমী আক্তার প্রথম, নৌবাহিনীর সোহাগী আক্তার দ্বিতীয় ও সেনাবাহিনীর সুস্মিতা ঘোষ হয়েছেন তৃতীয়। পুরুষ বিভাগে বিকেএসপির জহির রায়হান প্রথম, নৌবাহিনীর আশরাফুজ্জামান দ্বিতীয় ও সেনাবাহিনীর আবু তালেব হয়েছেন তৃতীয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সিটি এফসি লিমিটেডের এমডি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম সাদাত হোসেন সোহেল। প্রথম দিনে ৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ৯টি ব্রোঞ্জসহ মোট ১৮টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। ৪টি স্বর্ণ, ৭টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জসহ মোট ১৪টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে বাংলাদেশ নৌবাহিনী এবং ২টি স্বর্ণ নিয়ে ৩য় অবস্থানে আছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)।
×