ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হুমকির মুখে ডেম্বেলের ভবিষ্যত

প্রকাশিত: ০৭:১৪, ২৮ জুলাই ২০১৮

 হুমকির মুখে ডেম্বেলের ভবিষ্যত

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে নেইমারের শূন্যস্থান পূরণ করতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে উসমান ডেম্বেলেকে কিনে এনেছিল বার্সিলোনা। সেজন্য কাতালান ক্লাবটিকে গুনতে হয় ১০৫ মিলিয়ন ইউরো। ট্রান্সফার ফি, বেতন-বোনাসসহ সবমিলিয়ে ডেম্বেলের জন্য খরচের অঙ্কটা দাঁড়ায় প্রায় ১৫ কোটি! রেকর্ড চুক্তিতে নেইমার পিএসজিতে নতুন করে ঠিকানা গড়ার পরই সমর্থকদের তোপের মুখে পড়ে বার্সিলোনা। যে কারণেই নেইমারের শূন্যস্থান পূরণে অনেকটা তড়িঘড়ি করেই ডেম্বেলেকে ন্যু ক্যাম্পে নিয়ে আসে কাতালান ক্লাবটি। কিন্তু বার্সিলোনার আস্থার প্রতিদান দিতে পারেননি এই ফরাসী উইঙ্গার। কাতালান ক্লাবটির হয়ে প্রথম মৌসুমে মাত্র ১৭ ম্যাচে প্রতিনিধিত্ব করেন তিনি। এই সময়ে প্রতিপক্ষের জালে চারবার বল জড়াতে সক্ষম হন ডেম্বেলে। যে কারণেই নতুন মৌসুম শুরুর আগে নতুন করে ভাবতে হয় বার্সিলোনাকে। অনেক নাটকীয়তার জন্ম দিয়ে দুই দিন আগে ব্রাজিলের তরুণ প্রতিভাবান ফুটবলার ম্যালকমকে কিনে নিয়ে আসে বার্সিলোনা। আসলে রোমার কাছ থেকে যেন বোর্দোর এই ব্রাজিলিয়ানকে ‘ছিনতাই’ করে নিয়ে আসে কাতালান ক্লাবটি! লক্ষ্য নতুন মৌসুমে পূর্ণশক্তির আক্রমণভাগ সাজানো। আর তাতেই যেন কপাল পোড়ে উসমান ডেম্বেলের। স্প্যানিশ দৈনিক মার্কা এ প্রসঙ্গে একটি প্রতিবেদন করেছে। যার শিরোনাম দিয়েছে, ম্যালকমের আগমন ডেম্বেলের জন্য একটি বার্তা! ম্যালকম-ডেম্বেলের দারুণ মিল। একই পজিশনে খেলেন, বয়সে দুজনেই তরুণ। জন্মের সালটাও তাদের এক, ১৯৯৭ সালে। কিন্তু পার্থক্য শুধু মূল্যে। ডেম্বেলের যেখানে ১০৫ মিলিয়ন ইউরো সেখানে ম্যালকমের মাত্র ৪১। ফরাসী তারকার চেয়ে অর্ধেক মূল্যেরও কম। দলবদলে বেশি মূল্যই কি তাহলে কাল হয়ে দাঁড়াতে চলেছে ওসমান ডেম্বেলের? অপেক্ষা এখন সেটাই দেখার।
×