ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উল্টোপথে আসা ১৯ যানবাহনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৭:০৪, ২৮ জুলাই ২০১৮

  উল্টোপথে আসা ১৯  যানবাহনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় উল্টোপথে আসা ভিআইপিসহ সব ধরনের যানবাহন ঘুরিয়ে দিয়েছে হাইওয়ে পুলিশ। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত আইন অমান্য করে করে উল্টো পথে আসা ১৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সফিকুল ইসলাম। জানা গেছে, মেঘনা সেতুর পশ্চিম পাশে আষাঢ়িয়ার চর চেকপোস্ট ও পিরোজপুর, দাড়িকান্দি, লাঙ্গলবন্দ এই চার পয়েন্টে উল্টো পথে আসা যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ব্যস্ততম ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক প্রতি মিনিটে কমপক্ষে ২৫ থেকে ৩০ গাড়ি আসা-যাওয়া করে। গত কয়েকদিনের টানা ভারি বর্ষণের কারণে মেঘনা টোলপ্লাজার সামনে থেকে কয়েকশ গজ এলাকা জুড়ে পানি জমে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া চারলেন মহাসড়ক থেকে গাড়ি এসে এসে টোল পরিশোধের পর মেঘনা সেতুতে উঠে একলেনে। যে কারণে প্রায় সময়ই সেতুর পশ্চিম পাশ থেকে যানজট সৃষ্টি হয়। তার ওপর উল্টো পথে গাড়ি এসে যানজটের মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দেয়। এ কারণে হাইওয়ে পুলিশ উল্টোপথে গাড়ি চলাচল বন্ধ করতে অভিযান শুরু করেছে। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সফিকুল ইসলাম। গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনা টোলপ্লাজা এলাকায় চারটি পয়েন্টে উল্টোপথে আসা ১৯টি যানবাহনের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। তিনি এই সড়কে চলাচলকারী সকল যানবাহনের চালককে আইনশৃঙ্খলা মিলে রং সাইডে না আসার জন্য অনুরোধ করে বলেন, অন্যথায় জনস্বার্থে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
×