ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগ নেতা মোস্তফা রশিদী সুজা এমপি আর নেই

প্রকাশিত: ০৫:২৪, ২৮ জুলাই ২০১৮

  আওয়ামী লীগ নেতা মোস্তফা রশিদী সুজা এমপি   আর নেই

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা- ৪ (রূপসা- তেরখাদা-দিঘলিয়া থানা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা আর নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৬ জুলাই) দিনগত রাত ১২টা ৫ মিনিটে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। জননেতা এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুর খবরে খুলনায় শোকের ছায়া দলীয় সূত্র জানায়, জননেতা এসএম মোস্তফা রশিদী সুজা এমপির মরদেহ আনার জন্য তার ছেলে এসএম খালেদীন রশিদী সুকর্ন শুক্রবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়ে গেছেন। মরদেহ ঢাকায় পৌঁছানোর পর জাতীয় সংসদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এর পর তার মরদেহ খুলনায় আনা হবে। খুলনায় কখন নেতার লাশ পৌঁছাবে, কোথায় কখন মরহুমের জানাজা ও দাফন হবে তা পরে জানানো হবে বলে জানান জেলা আওয়ামী লীগের একাধিক নেতা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এসএম মোস্তফা রশিদী সুজা দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। ৭-৮ মাস আগে শ্রমিক লীগ নেতা আলম হাওলাদারের দেয়া একটি কিডনি প্রতিস্থাপনের পর সুস্থ হয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসেন তিনি। এরপর তাকে খুলনার শহীদ হাদিস পার্কে গণসংবর্ধনা দেয়া হয়। সম্প্রতি তিনি আবার অসুস্থ হলে পুনরায় তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। গত ২-৩ দিন ধরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। সর্বশেষ বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। এসএম মোস্তফা রশিদী সুজা ১৯৯১ সালে খুলনা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের নির্বাচনে তিনি একই আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তিন দফায় খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও এর আগে দায়িত্ব পালন করেছেন। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা পৌরসভার একটি ওয়ার্ডের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া আমৃত্য তিনি আবাহনী ক্রীড়া চক্র ও খুলনা নাট্য নিকেতনের সভাপতির পদে ছিলেন। সম্পৃক্ত ছিলেন বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে। রাষ্ট্রপতির শোক ॥ বাসস জানায়, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ খুলনা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, ‘দেশবাসী তথা খুলনার জনগণ তাদের ঘনিষ্ঠ এক নেতাকে হারালো। তিনি এলাকার উন্নয়নে এবং দেশের গণতন্ত্র বিকাশে ব্যাপক অবদান রেখে গেছেন।’ রাষ্ট্রপতি বলেন, তার ইন্তেকালে দেশের রাজনৈতিক ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রীর শোক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, জনপ্রিয় এই আওয়ামী লীগ নেতা আজীবন জনগণের জন্য কাজ করেছেন। রাজনীতির পাশাপাশি খুলনার উন্নয়নে জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। শেখ হাসিনা মরহুমের রুহের শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জনপ্রিয় আওয়ামী লীগ নেতা এসএম মোস্তফা রশিদী সুজা এমপির মৃত্যুতে খুলনায় শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আ’লীগের সভাপতি ও কেসিসির নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাভুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপিসহ এ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া অন্যান্য রাজনতৈক দল, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।
×