ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবশেষে দন্ত চিকিৎসক রতন ২ সহকারীসহ জামিনে মুক্ত

প্রকাশিত: ০৪:৫০, ২৮ জুলাই ২০১৮

 অবশেষে দন্ত  চিকিৎসক রতন  ২ সহকারীসহ  জামিনে মুক্ত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৭ জুলাই ॥ বিশেষ চক্রের রোষানলের জের ধরে শেরপুরে ফের গ্রেফতার হওয়া ডিপ্লোমা দন্ত চিকিৎসক রতন চন্দ্র দাস (৩৪) ও তার ২ সহকারী মঞ্জুরুল ইসলাম (২৮) ও শুভ চন্দ্র দেব (২৫) অবশেষে জামিনে মুক্ত হয়েছেন। শুক্রবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার উভয়পক্ষের শুনানি শেষে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ‘জামিনযোগ্য’ বিবেচনায় জামিনে মুক্তির আদেশ দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান বলেন, রতন চন্দ্র দাস ও তার সহকারীদের বিরুদ্ধে আনীত অভিযোগ জামিনযোগ্য হওয়ায় আদালত তাদের জামিনের বিষয়টি বিবেচনা করেছে। বুধবার রাতে শহরের বটতলা এলাকাস্থ রতনস্ ডেন্টাল পয়েন্ট থেকে দন্ত চিকিৎসক রতন চন্দ্র দাস (৩৪) ও তার ২ সহকারীকে আটক করে র‌্যাব। পরদিন বিকেলে ভুয়া পরিচয়ের অভিযোগসহ তাদেরকে সদর থানায় সোপর্দ করে এবং বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব তাদের ‘ভুয়া ডাক্তার’ বলে দাবি করে। ওইদিনই সদর থানা পুলিশ তাদের বিরুদ্ধে দ-বিধির ৪১৯/১০৯ ধারায় নিয়মিত মামলা নিয়ে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করে।
×