ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে ৫শ’ নারীর কর্মসংস্থানে প্রকল্প

প্রকাশিত: ০৪:৪৭, ২৮ জুলাই ২০১৮

  যশোরে ৫শ’ নারীর  কর্মসংস্থানে  প্রকল্প

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ তথ্য ও প্রযুক্তি (আইসিটি) খাতে শিক্ষিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। যশোরের ৫শ’ নারী পাবেন এই প্রশিক্ষণের সুযোগ। ইতোমধ্যে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে তোড়জোড় শুরু হয়েছে। এই প্রশিক্ষণ শেষে যশোরের নারীরা আইসিটিতে আরও একধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন যশোরের সুধি সমাজ। সারা দেশে ২১ জেলায় তিন ক্যাটাগরিতে মোট সাড়ে ১০ হাজার নারীকে আইসিটি ইকো-সিস্টেমে অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের ‘প্রযুক্তি সহায়তায় নারীর ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আর যশোরে ৫শ’ নারী পাবেন এমন সব প্রশিক্ষণ। যশোর জেলা মিডিয়া রিসার্চ সেলের আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল এসব তথ্য জানান। তিনি আরও জানান, উচ্চ মাধ্যমিক বা সমমান পাস নারীরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী নারীকে যশোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে। তিন ক্যাটাগরির প্রথম প্যাকেজে ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনার, দ্বিতীয়টিকে আইটি সার্ভিস প্রোভাইডার এবং শেষটিতে উইমেন কলসেন্টার এজেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ নিতে আগ্রহীদের আগামীকাল রবিবার বিকেল ৪টার মধ্যে আবেদন করতে হবে। প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তি তুলে ধরে দেবপ্রসাদ পাল আরও জানান, আগ্রহী প্রার্থীদের করা আবেদন যাচাই-বাছাই শেষে যশোরের ৫শ’ নারীকে লেভেল-১ এর জন্য মনোনীত করা হবে। এই লেভেলে প্রশিক্ষণার্থী নারীকে তিন মাসব্যাপী ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনারের প্রশিক্ষণ দেয়া হবে। প্রথম মাসে কাগজে-কলমে প্রশিক্ষণ শেষে পরবর্তী দুই মাস হাতে কলমে প্রশিক্ষণ (ইন্টার্নি) দেয়া হবে। ইন্টার্নির সময় প্রশিক্ষণার্থীদের প্রজেক্ট থেকে মাসিক ভাতা হিসেবে ৩ হাজার টাকা করে পাবেন। লেভেল-১ এ যারা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবেন তারাই লেভেল-২ (আইটি সার্ভিস প্রভাইডার) এর জন্য মনোনীত হবেন। এই লেভেলেও লেভেল-১ এর মতো ১ মাস কাগজে কলমে ও ২ মাস হাতে কলমে প্রশিক্ষণ (ইন্টার্নি) দেয়া হবে। এই লেভেলে ইন্টার্নি চলাকালীন প্রশিক্ষণার্থী নারীকে মাসিক ৪ হাজার টাকা করে ভাতা দেয়া হবে। লেভেল-২ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হলেই সর্বশেষে লেভেলের জন্য মনোনীত হবেন প্রশিক্ষণার্থীরা। এই লেভেলে ২ সপ্তাহব্যাপী উন্নত প্রশিক্ষণ চলবে। লেভেল-৩ সফলভাবে উত্তীর্ণ নারী ল্যাপটপ ক্রয় বাবদ ২০ হাজার টাকার অনুদান পাবেন।
×