ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভার্সিটি ছাত্র পায়েল হত্যাকারীদের দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৪:৪৬, ২৮ জুলাই ২০১৮

  ভার্সিটি ছাত্র পায়েল  হত্যাকারীদের দ্রুত বিচার দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হানিফ পরিবহনের বাসে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েল হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে এ দাবি জানানো হয়। এতে পায়েলের স্বজনরাও অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, হানিফ পরিবহনের চালক ও সহকারীরা মিলে পায়েলকে হত্যা করেছে। যে নির্মমতায় পায়েল নিহত হয়েছে তা দানবের কাজ। হত্যাকারীদের অবশ্যই দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই কর্মসূচী থেকে তারা ‘হানিফ পরিবহন’ বয়কটের আহ্বান জানিয়েছেন। চট্টগ্রামের সন্দ্বীপ ও হালিশহরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ এ্যাসোসিয়েশন সভাপতি একেএম বেলায়েত হোসেন। এতে বক্তব্য রাখেন হতভাগ্য পায়েলের মামা কামরুজ্জামান চৌধুরী টিটু, গোলাম সোহরাওয়ার্দী বিপ্লব, বাহার উদ্দিন শিপন, দৈনিক সমকালের চট্টগ্রামের ব্যুরো প্রধান সরোয়ার সুমন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সরোয়ার হোসেন জামিল, মানবাধিকার কর্মী আমিনুল হক বাবু, সন্দ্বীপ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু ইউসুফ রিপন, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সহসভাপতি রুমানা নাসরিন প্রমুখ।
×