ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘুষ গ্রহণ

লালমনিরহাটে পল্লী বিদ্যুতের দুই প্রকৌশলী কারাগারে

প্রকাশিত: ০৪:৪৩, ২৮ জুলাই ২০১৮

  লালমনিরহাটে পল্লী বিদ্যুতের দুই প্রকৌশলী  কারাগারে

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৭ জুলাই ॥ সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার রাতে ঘুষের এক লাখ চল্লিশ হাজার টাকাসহ লালমনিরহাট-কুড়িগ্রাম পল্লী বিদ্যুত সমিতির নির্বাহী প্রকৌশলী মমিনুর রহমান ও সহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে আটক করেছে রংপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল। এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে আটক প্রকৌশলী দ্বয়কে আদালতে সোপর্দ করেছে। আদালত তাদের কারাগারে প্রেরণ করেছে। পুলিশ জানায়, রংপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপ-পরিচালক মোজাহার আলী সরদারের নেতৃত্বে একটি দল পুলিশকে সঙ্গে নিয়ে লালমনিরহাট সদর উপজেলার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় মেসার্স এমএস ট্রেডার্স মালিক তমির আলীর কাছ থেকে বিদ্যুত লাইনের খুঁটি স্থাপন করার নামে ঘুষের টাকা নেয়ার সময় হাতেনাতে আটক করা হয় পল্লী বিদ্যুত সমিতির নির্বাহী প্রকৌশলী মমিনুর রহমান ও সহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে। এ সময় তাদের কাছ থেকে ঘুষের এক লাখ চল্লিশ হাজার টাকা জব্দ করা হয়। এই ঘটনায় দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
×