ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পানছড়িতে লক্ষ্যমাত্রার তিনগুণ বেশি অর্জন

প্রকাশিত: ০৪:৪২, ২৮ জুলাই ২০১৮

  পানছড়িতে লক্ষ্যমাত্রার  তিনগুণ বেশি  অর্জন

সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ২৭ জুলাই ॥ ২০১৬-১৭ অর্থবছরের তুলনায় ২০১৭-১৮ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে তিনগুণ বেশি তহবিল অর্জন করেছে পানছড়ির একটি বাড়ি একটি খামার প্রকল্প। জানা যায়, গত বছর সদস্য সঞ্চয় ছিল আট লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা আর প্রাপ্য তহবিল ত্রিশ লাখ নিরানবব্বই হাজার টাকা। এ বছরে সদস্য সঞ্চয় ত্রিশ লাখ টাকা আর প্রাপ্য তহবিল এক কোটি আঠারো লাখ তেত্রিশ হাজার টাকা। পূর্বে সদস্য সংখ্যা পাঁচ শ’র তুলনায় বর্তমানে তিনগুণ বৃদ্ধি পেয়ে সদস্য সংখ্যা হয়েছে এক হাজার দুই শ’। একটি বাড়ি একটি খামার অফিস সূত্রে জানা যায়, এই প্রকল্পের উন্নয়নের মূল কারিগর বর্তমান প্রকল্প সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম। যিনি সদস্যদের নিয়ে সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে নিরলস সময় দিয়ে প্রকল্পটিকে জেলার সর্বোচ্চ তহবিলের রেকর্ড গড়েছেন। এমন একজন নিষ্ঠাবান ও কর্মঠ অফিসার থাকলে যে কোন অফিসেই প্রাণ ফিরে আসবে বলে অনেকেই জানায়। একটি বাড়ি একটি খামার প্রকল্পের পানছড়ি উপজেলা সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম জানায়, লক্ষ্যমাত্রা অর্জন করা আমার দায়িত্ব। সরকার আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে তা আমি পালন করেছি মাত্র। তবে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেমের আন্তরিকতা ও একান্ত সহযোগিতায় দরিদ্র মানুষের জন্য এ অর্থবছরে জেলার নয়টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি তহবিল পাওয়া সম্ভব হয়েছে বলে জানান। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম জানান, তিনি একজন কর্মঠ সমন্বয়ক। নিয়মিত এবং যথাসময়ে অফিসে হাজির থাকা তার সবচেয়ে ভাল গুণ। নিজে শ্রম দিয়ে এবং সহযোগীদের ভালবাসা দিয়ে কাজ আদায় করে নিয়েই তিনি জেলার সেরা অবস্থানে আছেন।
×