ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চাচির হাত কর্তন ॥ ভাতিজা গ্রেফতার

প্রকাশিত: ০৪:৪১, ২৮ জুলাই ২০১৮

চাচির হাত কর্তন ॥  ভাতিজা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৭ জুলাই ॥ নালিতাবাড়ীতে চাচির হাত কর্তনের চাঞ্চল্যকর মামলায় এবার গ্রেফতার হয়েছে ভাতিজা জাহাঙ্গীর আলম (২৮)। বৃহস্পতিবার রাতে গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে শেরপুরের ডিবি পুলিশ। গ্রেফতারকৃত জাহাঙ্গীর নালিতাবাড়ী উপজেলার নন্নী প্রশ্চিমপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। জানা যায়, গত ১২ জুন বিকেলে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী পশ্চিমপাড়ায় পারিবারিক শত্রুতার জের ধরে চাচি অবিরন বেগমকে ধাওয়া করে ভাতিজা জাহাঙ্গীর আলম ও তার লোকজন। ওই অবস্থায় অবিরন বেগম দৌড়ে স্থানীয় মসজিদে আশ্রয় নিলে জাহাঙ্গীর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে অবিরনের হাত কেটে ফেলে। পরে ওই ঘটনায় গত ১৪ জুন অবিরনের স্বামী জিয়াউল হক বাদী হয়ে জাহাঙ্গীর আলমসহ ৭ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ আসামি গ্রেফতার হলেও প্রধান আসামি জাহাঙ্গীর গা ঢাকা দিয়ে গাজীপুর এলাকায় অবস্থান করছিল। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই লাল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে গাজীপুর থেকে গ্রেফতার করে জাহাঙ্গীরকে।
×