ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ের চেষ্টা ॥ ছাত্রীর বাবার জরিমানা

প্রকাশিত: ০৪:৪১, ২৮ জুলাই ২০১৮

বাল্যবিয়ের চেষ্টা ॥ ছাত্রীর বাবার জরিমানা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বাল্যবিবাহে প্রতিরোধ আইন ভঙ্গ করে মাদ্রাসার দশম শ্রেণী পড়ুয়া মেয়েকে জোরপূর্বক বাল্যবিয়ে দেয়ার চেষ্টাকালে ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা কাকিনা গ্রামের মেয়ের বাবা জিয়ারুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে বিয়ের আসরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার এই জরিমানা আদায় করেন। পাশাপাশি ছাত্রীর বাবা মুচলেকা দেয় মেয়ের বিয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না। এ সময় উপস্থিত ছিলেন খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার, ছোটখাতা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বজলার রহমান, ডিমলা থানার এএসআই গোলাম মোস্তফাসহ পুলিশ সদস্যগণ। জানা যায়, বৃহস্পতিবার রাতে জিয়ারুল ইসলাম তার মেয়ে ছোটখাতা ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী সারজিনা আক্তারের (১৪) সঙ্গে পার্শ্ববর্তী গয়াবাড়ি ইউনিয়নের মতিরবাজার গ্রামে আমজাদ হোসেনের ছেলে আনোয়ার হোসেনে (২১) সঙ্গে বিয়ে ঠিক করেন। ওই রাতে মেয়ের গায়ে হলুদ দেয়া হয়। আত্মীয়স্বজন অতিথিরা চলে আসে। বর আসবে আসবে এমন সময় গাড়ি নিয়ে সেখানে হাজির হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।
×