ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নিমতলা বিশ্বরোডের বেহাল দশা

প্রকাশিত: ০৪:৩৬, ২৮ জুলাই ২০১৮

  চট্টগ্রামে নিমতলা বিশ্বরোডের বেহাল দশা

চট্টগ্রাম বন্দরের নিমতলা বিশ্বরোড়ের বেহাল দশায় মাত্র ১০ মিনিটের পথ পাড়ি দিতে এখন সময় লাগছে দুই থেকে তিন ঘণ্টা। রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রায়ই পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান উল্টে যাচ্ছে। এতে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। দীর্ঘ যানজটের পাশাপাশি নষ্ট হচ্ছে যানবাহন। নগরীর অলংকার মোড় থেকে নিমতলা মোড় পর্যন্ত পাড়ি দিতে সময় লাগছে ২ ঘণ্টার বেশি। একজন চালক বলেন, গাড়ি নিয়ে ঢুকতে খুব সময় নষ্ট হয়। আরেকজন বলেন, পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে দুই ঘণ্টা চলে যায়। অর্থনীতির প্রাণকেন্দ্রে ট্রাক কাভার্ড ভ্যানে করে পণ্য আনা নেয়ার প্রধান পথ এটি। ব্যবসায়ীরা বলছেন, ভাঙ্গা সড়কের কারণে বাড়ছে পরিবহন খরচ। সিএন্ডএফ এজেন্ট এর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু বলেন, ‘বন্দর থেকে যে পণ্য অনায়াসে যেতে পারত তা বন্ধ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে এখন আর চালকরা ঢাকা চট্টগ্রাম ভাড়া মারতে চায় না।’ সড়কের এমন অবস্থার পরেও আশার বাণী শোনাতে পারছেন না সিটি মেয়র। বলছেন, অপেক্ষা করতে হবে ২০২০ সাল পর্যন্ত। মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘আমাদের কাজ চলছে, এখন লেয়ার বাই লেয়ার কাজটা করতে হবে। এতে কিছুটা সময় লাগবে।’ -স্টাফ রিপোর্টার
×