ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘ইরান নিরাপত্তা দিলেই হরমুজ প্রণালী দিয়ে তেল রফতানি সম্ভব’

প্রকাশিত: ০৪:২৫, ২৮ জুলাই ২০১৮

  ‘ইরান নিরাপত্তা দিলেই  হরমুজ প্রণালী দিয়ে  তেল রফতানি  সম্ভব’

ইরানের সেনাবাহিনীর প্রধান সমন্বয়কারী রিয়ার এ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরান নিরাপত্তা নিশ্চিত করলেই কেবল হরমুজ প্রণালী দিয়ে তেল রফতানি অব্যাহত থাকবে। শুক্রবার সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন। খবর ওয়েবসাইট হাবিবুল্লাহ সাইয়ারি আরও বলেছেন, ইরানের নৌবাহিনী পারস্য উপসগার, হরমুজ প্রণালী, এর পূর্বাঞ্চল, ভারত মহাসাগরের উত্তর অংশ এবং ওমান সাগরের নিরাপত্তা নিশ্চিত করে চলেছে। ইরান শুধু নিজের জাহাজগুলোকে নিরাপত্তা দিচ্ছে না। সব দেশের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করছে। তিনি বলেন, ইরান বারবারই এ কথা ঘোষণা করেছে যে পারস্য উপসাগরে বিদেশী সেনা উপস্থিতির প্রয়োজন নেই। আঞ্চলিক দেশগুলো সেখানকার নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। ইরান এর আগে হুমকি দিয়ে বলেছে, ইরানকে তেল বিক্রি করতে দেয়া না হলে হরমুজ প্রণালী দিয়ে অন্যরাও তেল বিক্রি করতে পারবে না।
×