ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইদালিব পুনরুদ্ধারে শীঘ্রই অভিযান ॥ আসাদ

প্রকাশিত: ০৪:২৪, ২৮ জুলাই ২০১৮

 ইদালিব পুনরুদ্ধারে শীঘ্রই অভিযান ॥ আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার সরকার এবার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ পুনরুদ্ধারে মনোনিবেশ করবে। সেনাবাহিনী অগ্রাধিকারের ভিত্তিতে এ কাজ করবে বলে রুশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে জানান প্রেসিডেন্ট আসাদ। খবর ওয়েবসাইট। সিরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে সেনাবাহিনীর অভিযানে বিতাড়িত সন্ত্রাসীরা ইদলিব প্রদেশে জড়ো হয়েছে। প্রেসিডেন্ট আসাদ বলেন, এখন আমাদের লক্ষ্য ইদলিব। একই সঙ্গে তিনি একথাও ঘোষণা করেন যে, ইদলিব পুনরুদ্ধারই আমাদের একমাত্র লক্ষ্য নয়। সেনাবাহিনী অনেকগুলো টার্গেট নিয়ে সামনে এগিয়ে যাবে যাদের একটি হচ্ছে ইদলিব। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, দেশের পূর্বাঞ্চলে বিভিন্ন জঙ্গী গোষ্ঠীর উপস্থিতি রয়েছে। কাজেই আমরা প্রত্যেকটি অঞ্চলে আঘাত হানব। আমরা যখন গৌতা পুনরুদ্ধার করে ফেলেছি তখন দেশের বাকি অঞ্চলগুলো পুনরুদ্ধার করা কঠিন কোন কাজ হবে না।
×