ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ৭শ’ শিশু মা-বাবার কাছ থেকে এখনও বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৪:২৪, ২৮ জুলাই ২০১৮

  যুক্তরাষ্ট্রে ৭শ’ শিশু মা-বাবার কাছ থেকে এখনও বিচ্ছিন্ন

যুক্তরাষ্ট্রে কয়েকশ’ অভিবাসী পরিবার এখনও তাদের সন্তানদের সঙ্গে মিলিত হতে পারেনি যদিও সকল শিশুকে তাদের মা-বাবার কাছে ফিরিয়ে দেয়ার জন্য আদালতের বেঁধে দেয়া চূড়ান্ত সময়সীমা শেষ হয়ে গেছে। এ শিশুদের মেক্সিকো সংলগ্ন যুক্তরাষ্ট্রের সীমান্তে পৃথক করা হয়েছিল। খবর এএফপির। ক্যালিফোর্নিয়ায় এক ফেডারেল বিচারক নির্দেশ দিয়েছিলেন যে, সকল বৈধ অভিবাসী পরিবারকে ২৬ জুলাই বিকেল ৬টার মধ্যে সন্তানদের সঙ্গে একত্রিত করতে হবে। কর্মকর্তারা ওই মামলায় বলেছেন যে, ৫ বছরের বেশি বয়সের ১ হাজার ৪শ’ ৪২ শিশুকে তাদের মা-বাবার সঙ্গে একত্রিত করা হয়েছে। আরও ৩ শ’ ৭৮ শিশুকে যথাযথ পরিস্থিতিতে এর মধ্যেই মুক্তি দেয়া হয়েছে। কিন্তু ৭শ’র বেশি শিশু এখনও আটকাবস্থায় রয়েছে। সরকার বলেছে, চূড়ান্ত সময়সীমা শেষ হয়ে গেছে। কিন্তু শিশুদের সাক্ষাত না পাওয়া ওই পরিবারগুলো হচ্ছে অবৈধ। আরও কারণ হচ্ছে, সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে শিশুদের সম্পর্কের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বা মা-বাবাদের কোন অপরাধ রেকর্ড রয়েছে। কোন সংক্রমণ রোগ রয়েছে বা তাদের পাওয়া যায়নি। এ বিতর্কিত বিচ্ছেদ শুরু হয় মে-তে। তখন অভিবাসীরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছিল। মার্কিন কর্তৃপক্ষ তখন তাদের আটক করে এবং তাদের সন্তানদের তাদের কাছ থেকে পৃথক করে আটককেন্দ্রে বা নিরাপদ আশ্রয়ে রাখে।
×