ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাপক কারচুপির অভিযোগ প্রধান প্রধান দলের

পাকিস্তানে নির্বাচনোত্তর সঙ্কট ঘনীভূত হচ্ছে

প্রকাশিত: ০৪:২৩, ২৮ জুলাই ২০১৮

 পাকিস্তানে নির্বাচনোত্তর  সঙ্কট ঘনীভূত হচ্ছে

সকল নির্বাচনী এলাকার ফল ঘোষণা স্থগিত করা হলেও পাঞ্জাবে প্রত্যন্ত অঞ্চলের শহরগুলোতে ফল ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) পিএমএলএনের পোলিং এজেন্টদেরকে ‘ফরম ৪৫’ প্রদান বন্ধ করে দেয়। উপরন্তু ভোট গণনা প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তাদের সকলকে ভোটকেন্দ্রগুলো থেকে বের করে দেয়া হয়। তিনি বলেন, এতে স্পষ্ট বোঝা যায়, কারচুপি হয়েছে। জনগণের ম্যান্ডেট অন্যদিকে সরিয়ে নেয়া হয়েছে। এটা মেনে নেয়া যায় না। সমগ্র দেশে নির্বাচনী আইন তীব্রভাবে লঙ্ঘিত হচ্ছে এবং এ পরিস্থিতিতে তিনি ২০১৮ সালের সাধারণ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রায় তিন দশক আগের পরিস্থিতিতে চলে গেছে। তিনি ঘোষণা করেন যে, সকল রাজনৈতিক দল ভোটের দিন একই আচরণের সম্মুখীন হয়েছে । যে দলগুলোর সঙ্গে পিএমএলএন যোগাযোগ করবে একটি অভিন্ন কৌশল গ্রহণের লক্ষ্যে। তিনি বলেন, কারচুপি এতটা ব্যাপক পর্যায়ের হয়েছে যে, এতে পুরো রাজনৈতিক জীবনে তা নজিরবিহীন। আমরা এ ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়কে ছেড়ে দিতে পারি না। এটা তো ঠিক আসন জয় বা সরকার গঠন বিষয় নয়। এটা দেশের কল্যাণকর দিককে ক্ষতিগ্রস্ত করছে এবং পাকিস্তানের জনগণের ম্যান্ডেটকেও পদদলিত করছে। ভোট শেষ হয়ে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর মুক্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানের (এমকিউএমপি) নেতারা তাদের ভাষায় ভোট গণনার প্রক্রিয়ার সময় দলের সকল পোলিং এজেন্টকে জোর করে বের করে দেয়ার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করে। তারা এ অভিযোগও করেন যে, তাদের প্রতিনিধিদের ‘ফরম ৪৫’-এর প্রত্যয়ন অনুলিপি দেয়া হয়নি। এমকিউএমপিয়ের পরপরই পিএমএলএন ও পিপিপি নেতারা একই অভিযোগ তোলেন। কেন্দ্রীয় সরকারের সাবেক তথ্য মন্ত্রী মরিয়াম আওরঙ্গজেবও এক সঙ্গে সম্মেলনে অভিযোগ করে বলেন, যখন বোঝা গেছে পিএমএলএনের প্রার্থীরা ভোটে এগিয়ে আছেন তখন দলের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। তিনি বলেন, চূড়ান্ত ভোট গণনার সময় পিএমএলএনের পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। তিনি উল্লেখ করেন যে, পিটিআই প্রার্থীরা যে কেন্দ্রগুলোতে জয়ী হচ্ছিলেন সেগুলোতে ফল দ্রুত ঘোষণা করা হয় এবং পিএমএলএনের প্রার্থীরা যে কেন্দ্রগুলোতে এগিয়ে ছিলেন, সে কেন্দ্রগুলোর ফলাফল উদ্দেশ্যমূলকভাবে স্থগিত করা হয়। তিনি বলেন, ভোট কর্মকর্তাদের চূড়ান্ত ভোট গণনা প্রক্রিয়ায় জোর করে অংশগ্রহণ করতে দেয়া হয় না। সমগ্র দেশে বেশ কিছু সংখ্যক নির্বাচনী এলাকায় পিএমএলএনের ম্যান্ডেন্ট চুরি করে নেয়া হয়েছে। রাজা রাব্বানি, শেরি রেহমান ও তাজ হায়দারসহ বিশিষ্ট পিপিপি নেতারা একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করেন। তারাও একই অভিযোগ উত্থাপন করেন। রাব্বানি বলেন, ভোট গোনায় এ ধরনের কৌশলের মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। এ ধরনের ব্যাপকভিত্তিক অভিযোগের প্রতি নির্বাচন কমিশনের গুরুত্বারোপ করা উচিত। ইতোমধ্যে পিপিপি চেয়ারম্যান বিলোওয়াল ভুট্টো-জারদারির মুখপাত্র সিনেটর মুস্তাফা নওয়াজ খোকার অভিযোগে বলেছেন যে, লিয়ারিতে বিলওয়ালের প্রধান পোলিং এজেন্ট নিখোঁজ রয়েছেন এবং তার অবস্থান সম্পর্কে কেউ কিছু জানে না। তিনি বলেন, ইসিপি এ নজিরবিহীন ভোট কারচুপি ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তেহরিক-ই-লাব্বিইক পাকিস্তানের (টিএলপি) প্রধান খাদিম হুসেইন রিজভি বলেছেন, ২০১৮-এর নির্বাচন দেশের ইতিহাসে সবচে কারচুপিপূর্ণ নির্বাচন। মুক্তাহিদা মজলিশ-ই-আমলের (এমএমএ) নেতা শামসুর রেহমান স্বাতি বলেছেন ইসিপি একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়েছে। -ওয়েবসাইট
×