ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাগরিকের নতুন নাটক আহ্বান

প্রকাশিত: ০৪:১৪, ২৮ জুলাই ২০১৮

  নাগরিকের নতুন নাটক আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ নাগরিক নাট্য সম্প্রদায় এ বছর প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী এবং দর্শনীর বিনিময়ে নিয়মিত নাট্য চর্চার সাড়ে চার দশক পূর্তি উপলক্ষে নাট্য উৎসবের আয়োজন করে। সেই উৎসবে নতুন ১০টি নাট্য প্রযোজনাকে প্রণোদনা প্রদান এবং বছর শেষে নাটকগুলো নিয়ে একটি নাট্য উৎসবের ঘোষণা দেয়া হয়। সেই অঙ্গীকারের বাস্তবায়নে অভিজ্ঞ মঞ্চ নাটক নির্দেশকদের কাছ থেকে নতুন নাটক আহ্বান করছে নাগরিক। প্রযোজনার প্রস্তাব এবং প্রস্তাবিত নাটকের সারাংশ আগামী ১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে বাড়ি-৬৩, রোড-৭/বি, ব্লক-এইচ, বনানী, ঢাকা-১২১৩ এই ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। মঞ্চ নাটক নিয়ে গত ৫০ বছরের পথ পরিক্রমায় নাগরিক সবসময়ই চেয়েছে বাংলাদেশের মঞ্চ এবং মঞ্চ নাটকের দর্শকদের বৈচিত্র্যপূর্ণ নাটক উপহার দিতে। এবারের প্রচেষ্টাও তারই ধারাবাহিকতা। এই আন্তরিক প্রচেষ্টায় সংশ্লিষ্ট সংগঠনের সহযোগিতা পেলে অনুগৃহীত হবে নাগরিক।
×