ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবুধাবি বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা

প্রকাশিত: ১৮:৪৪, ২৭ জুলাই ২০১৮

আবুধাবি বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক ॥ আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আল জাজিরার সংবাদ। হুথিদের পরিচালিত টিভি চ্যানেল আল-মাসিরাহর এক প্রতিবেদনে বলা হয়, সাম্মাদ-৩ নামক একটি ড্রোন বৃহস্পতিবার পরপর তিনবার হামলা চালায় আবুধাবি বিমানবন্দরে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন ধরণের ক্ষয়ক্ষতি ও হতাহতের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে আবুধাবি বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় জানিয়েছে, বৃহস্পতিবার সকালে একটি সরবরাহকারী গাড়ি নিয়ে বিমানবন্দরে অঘটন ঘটায়। যদিও এতে স্বাভাবিক কার্যক্রমের কোন ধরণের ব্যাঘাত ঘটেনি। এখন স্পষ্ট নয় এটির সাথে ড্রোন হামলার ঘটনার কোন সংশ্লিষ্টতা আছে কি না। তবে রয়টার্সকে আরব আমিরাতের এক সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন যে, এ ধরণের কোন হামলার ঘটনা ঘটেনি। হুথি সামরিক বাহিনীর এক সূত্র জানাচ্ছে, দুবাই বিমানবন্দরে পৌঁছার আগে ড্রোনটি দেড় হাজার কিলোমিটার পথ উড়ে। হুথি মুখপাত্র জেনারেল আব্দুল্লাহ আল জাফরি বলেন, ড্রোন হামলাটির মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, ইয়েমেনে হামলা চালানো সৌদি-আমিরাত নেতৃত্বাধীন সামরিক জোটের বেসামরিক স্থাপনার ওপর পাল্টা হামলা চালাতে আমরা সক্ষম। আল-মাসিরাহ টিভিকে তিনি বলেন, শত্রুপক্ষের মত আমরা আদৌ কোন কাগুজে বাঘ নই। আবুধাবি বিমানবন্দরে হামলা দিয়েই আমরা তা বুঝিয়ে দিয়েছি। তবে কোন ধরণের হামলার ঘটনা নাকোচ করে দিয়েছে আবুধাবি বিমানবন্দর কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বিমানবন্দরের সকল কর্মকাণ্ড স্বাভাবিক আছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক মানুষ জানিয়েছে, তাদের ফ্লাইট বিলম্ব করেছে।
×