ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিল্লীতে ৮ দিনের অনাহারে তিন বোনের মৃত্যু

প্রকাশিত: ০৮:৪৮, ২৭ জুলাই ২০১৮

 দিল্লীতে ৮ দিনের  অনাহারে তিন  বোনের মৃত্যু

ভারতের রাজধানী নয়াদিল্লীতে আট দিন ধরে না খেতে পাওয়া তিন বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে দুই, চার ও আট বছর বয়সী ওই তিন শিশুকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এনডিটিভি। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর ময়নাতদন্তেও শিশু তিনটির মৃত্যু অনাহারে হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। টানা আটদিন কিছু না খেতে পারায় সোমবার রাতেই চূড়ান্তভাবে অসুস্থ হয়ে পড়েছিল তিন বোন। পরদিন সকালে মা তাদের হাসপাতালে নিয়ে আসেন। শিশুদের মৃত্যু কিভাবে হয়েছে, পুলিশের এমন জিজ্ঞাসাবাদের উত্তরে শোকার্ত নারীর মুখেও ছিল খাবারের আকুতি। ‘খাবার দিন আমাকে,’ প্রায় অচৈতন্য অবস্থায় বিড়বিড় করে বলছিলেন মৃত তিন বোনের এ জননী। চিকিৎসকরা বলছেন, এমন ঘটনার মুখোমুখি হতে হবে তা তাদের দূরতম কল্পনাতেও ছিল না। ‘তাদের শরীরে চর্বির কোন অস্তিত্বই পাওয়া যায়নি। প্রতিবেদনে তাদের পাকস্থলী যে একদমই খালি ছিল তা দেখা গেছে। এটা চরম অপুষ্টির নিদর্শন,’ বলেন লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট অমিত সাক্সেনা। ‘সরকারী হাসপাতালে ১৫ বছরের ক্যারিয়ারে কখনই এমন কিছু দেখিনি,’ বলেছেন অন্য এক চিকিৎসকও।
×