ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে দেয়া পুতিনের ফুটবলে ‘ট্রান্সমিটার’ বসানো ছিল!

প্রকাশিত: ০৮:৪৭, ২৭ জুলাই ২০১৮

  ট্রাম্পকে দেয়া পুতিনের ফুটবলে ‘ট্রান্সমিটার’ বসানো ছিল!

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত সপ্তাহে ফিনল্যান্ডের হেলসিংকিতে এক সংবাদ সম্মেলনের সময় একটি এডিডাস সসার বল দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে এবং এ বলটিতে সম্ভবত একটি ট্রান্সমিটার চিপ রয়েছে। পুতিন ট্রাম্পকে যে বলটি হস্তান্তর করেছেন সেটি একটি এমন কিছুর প্রতীক বলে মনে হয়েছে এবং আভাস পাওয়া গেছে যে এতে একটি মানসম্মত বৈশিষ্ট্যের অংশ হিসেবে একটি চিপ অন্তর্ভুক্ত রয়েছে। এডিডাস ওয়েবসাইট ব্যাখ্যায় বলেছে যে, এ প্রযুক্তিতে ব্যবহারকারী এডিডাস ফুটবল পণ্য, বিশেষ প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ বিষয়ে তথ্যসহ বিভিন্ন ফাংশনে প্রবেশে সমর্থ হবে। ব্লুমবার্গ প্রতিষ্ঠান সসার বলের ট্রান্সমিটার চিপ লোগোর ওপর প্রথম রিপোর্ট করে। মার্কিন সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্টকে দেয়া সকল উপহার নিরাপত্তা পরীক্ষার অধীন আছে। সিক্রেট সার্ভিস আমাদের সংরক্ষণ দায়িত্বের ধরন ও পদ্ধতির বিষয়ে সুনির্দিষ্টভাবে বা সাধারণভাবে কোন মন্তব্য করেনি। বলটির ওপর মন্তব্য চাইলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কিছু বলেনি। পুতিন ট্রাম্পকে যে বলটি দিয়েছেন তাতে বিজ্ঞাপনী ডিভাইস রয়েছে কিনা তা স্পষ্ট নয়। বলটিতে অবশ্যই নিরাপত্তা ঝুঁকি রয়েছে কিনা তাও স্পষ্ট নয়। -সিএনএন
×