ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইইউর সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

প্রকাশিত: ০৮:৪৭, ২৭ জুলাই ২০১৮

 ইইউর সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কার বুধবার শুল্ক পরিহারের জন্য সাময়িক সমঝোতার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে একটি বাণিজ্য যুদ্ধ বন্ধের চেষ্টা হিসেবে ইইউ কর্মকর্তাদের কাছ থেকে তিনি বড় ধরনের বাণিজ্য সুবিধা অর্জন করেছেন।- ফক্স নিউজ। হোয়াইট হাউসে ইইউ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প রোজ গার্ডেনে যৌথ উপস্থিতিতে ঘোষণা করেন যে, ইইউ প্রতিনিধি দল সয়াবিন ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি বৃদ্ধিতে সম্মত হয়েছে। দু’পক্ষ শূন্য শুল্ক ও গাড়ি ছাড়া শিল্প পণ্যের ওপর শূন্য ভর্তুকির লক্ষ্যে এবং দু’পক্ষ সম্প্রতি যে শুল্ক ধার্য করেছে তার সমাধানে উভয় পক্ষ সম্মত হয়েছে। ট্রাম্প বলেন, অবাধ ও সুষ্ঠু বাণিজ্যের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কর্মকর্তারা আমলাতান্ত্রিক বাধা হ্রাসে, বিশ্ববাণিজ্য সংস্থার সংস্কারে কাজ করতে এবং অনৈতিক বাজার চর্চা সীমিত করার জন্য চেষ্টা করছেন। হোয়াইট হাউসে দুইঘণ্টার বেশি বৈঠকের পর ট্রাম্প রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে ইসির প্রেসিডেন্ট জাঙ্কারের পাশে এ ঘোষণা দেন। জাঙ্কার বলেন যে, যতদিন আলোচনা অব্যাহত থাকবে আমরা পরবর্তী শুল্ক বন্ধ রাখব এবং ইস্পাত ও এ্যালুমিনিয়ামের ওপর বর্তমান শুল্ক পুনর্নির্ধারণ করব। ট্রাম্প বলেন, এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আমাদের দু’পক্ষের অর্জিত ক্ষেত্রগুলোতে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের এক নতুন পর্যায়ের সূচনা করছি। তিনি বুধবার এর আগে বলেছেন, যুক্তরাষ্ট্র ইইউয়ের সঙ্গে বাণিজ্যে সমতল মাঠ চাইছে বেশ কয়েক বছর ধরে। কারণ, ইইউয়ের সঙ্গে বাণিজ্যে শত শত কোটি ডলারের ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রের। আমরা শুধু তাই বাণিজ্যে আমাদের কৃষকদের জন্য, আমাদের উৎপাদনের জন্য, প্রত্যেকের জন্য একটি সমতল মাঠ চাইছি এবং আমরা আন্তরিকভাবে এও চাইছি ইইউও এতে বেশ উপকৃত হোক। আমরা মনে করি, সমতল মাঠ প্রত্যেক্যের জন্য শুভ হবে এবং তাই আমরা এ আলোচনায় বসেছি। এ সময় ওভাল অফিসে জাঙ্কার তার পাশে বসা ছিলেন। ট্রাম্প ইস্পাতের ওপর ২৫ শতাংশ শুল্ক ও এ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক বসানোর কঠিন সিদ্ধান্তের প্রেক্ষাপটে বাণিজ্য যুদ্ধ বৃদ্ধির আশঙ্কা সম্ভবত স্তিমিত হবে এ সিদ্ধান্তে। ইইউ পরবর্তীতে অবশ্য বেশ কয়েকটি মার্কিন পণ্যের ওপর শুল্ক বসিয়ে প্রতিশোধ নিয়েছে। ট্রাম্প বুধবার বলেছেন, তারা নতুন করে আলোচনার অংশ হিসেবে ওই সমস্যাগুলোর সমাধানের দিকে চেয়ে আছেন। জাঙ্কার এর আগে ওভাল অফিসে সৌহার্দ্যমূলক মন্তব্যে বলেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইইউ ঘনিষ্ঠ অংশীদার ও সহযোগী, শত্রু নয়। তিনি বলেছেন, শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও ইইউ বিশ্ব বাণিজ্যের অর্ধেকের প্রতিনিধিত্ব করে। আমি মনে করি, আমাদের একে অন্যের সঙ্গে কথা বলতে হবে এবং এ উদ্দেশ্য নিয়েই আমরা এখানে বসেছি।
×