ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জোবায়দা আক্তার চৌধুরী

আস্থাহীনা ভাসছে জলে

প্রকাশিত: ০৮:৩২, ২৭ জুলাই ২০১৮

আস্থাহীনা ভাসছে জলে

আমার কিছু কষ্ট আছে দুঃখগুলো সুখ ছুঁতে চায়। সুখগুলো যে পালিয়ে বেড়ায় কষ্টগুলো হার মেনে যায়। আমার কিছু কান্না আছে হাসির কাছে হাত পেতে দেয়। হাসিরা আজ পালিয়ে বেড়ায় অশ্রু ঝরে ঝরনা ধারায়। বিশ্বাসে আজ ঘুণ ধরেছে নগ্নতারই একটা প্রকাশ। বেহিসেবি মন মানে না ছলা কলায় নগ্ন আকাশ। যখন তুমি চলে গেলে চোখ ভিজে যায় নোনা জলে। চোখের কি আর দোষ বল? আস্থাহীনা ভাসছে জলে।
×