ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোহরাব পাশা

আমার কোন বন্ধু নেই

প্রকাশিত: ০৮:৩২, ২৭ জুলাই ২০১৮

 আমার কোন বন্ধু নেই

কোলাহলমুখর ছিল গতকাল দীর্ঘ দুপুর সারাটি দিন খুঁজে ফিরি যাপনের সেই অতীত ব্যবহৃত শব্দাবলি প্রতি মুহূর্তেই ইতিহাস মেঘফুলে ঢেকে যায় নিষিদ্ধ বিষাদ নিজস্ব শব্দেরা মৃত অসমাপ্ত স্বপ্নের ভিড়ে ঘুমিয়ে পড়ি ক্ষমা করে না ক্লান্তির কাল সময় বড়ো দুর্বোধ্য আমরা কেউ সম্পূর্ণ কারো নই, অপর মানুষ আমরা কেবল অন্য কেউ, অন্যদের বন্ধু নই, দীর্ঘশ্বাস ভেঙে পড়ে প্রিয় সব সম্পর্কের ভাঙা হারানো টুকরোগুলোয় মাঝে মধ্যে কোথাও আলো পড়ে অসময়ে অন্ধকারে হেঁটে যায় নিঃসঙ্গ একাকী দাঁড়িয়ে থাকে না কেউ, সঙ্গী হয় নির্জন প্রান্তর শূন্যছায়া
×