ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৃত্যুর মিছিলে বন্ধুরা

প্রকাশিত: ০৮:৩০, ২৭ জুলাই ২০১৮

মৃত্যুর মিছিলে বন্ধুরা

মৃত্যুর মিছিলে বন্ধুরা একে একে নিভিছে দেউটি চারদিকে কেমন ফাঁকা হয়ে যাচ্ছে সঙ্গীহীন হয়ে যাচ্ছি আমি দরজায় কড়া নেড়ে যায় মৃত্যুদূত পরোয়ানা নিয়ে হাজির হবে একদিন সেই কবে চলে গেছে মোজাম্মেল হোসেন মন্টু সে না হয় অপঘাতে সড়ক দুর্ঘটনা ছিল আহমাদ কাফিলÑসে তো গেল অবহেলায় ওয়াজেদ মাহমুদÑ বিপন্ন জীবন ছিল হৃৎপি-ে অসুখ সৈয়দ কুতুব আবুল খায়ের আর অকৃতদার বন্ধু আলতু চৌধুরী গিয়াস আনোয়ার- ওরা কেউ নেই তবু আরও কিছু বছর সঙ্গ দিয়ে গেছে আমাদের শুভ রহমান তো ভয়ানক সঙ্কটে হৃৎপি-ে কর্তন ছেদন লড়েছে যমের সাথে দীর্ঘদিন যাই যাই করে চিকিৎসা বিফল সমর্পণ মৃত্যুর কোলে সময় নিলো না বিধ্বস্ত নিয়ামত হোসেন একেবারে নিঃসঙ্গ নির্জন কষ্টের প্রস্থান সিঙ্গাপুরে গিয়েও জীবন নিয়ে ফিরে এলো না এহিয়া বখত আর আমাকে রোগশয্যায় সঙ্কটাপন্ন দেখে গিয়ে কথা নাই বার্তা নাই আহমেদ মনসুর হঠাৎ কফিন শয্যা দিলওয়ার ভাই তো নাই হয়ে গেলেন রোগে ভুগে ভুগে এভাবে একে একে সকলেই যাবে যাচ্ছে একে একে নিভিছে দেউটি মৃত্যুর মিছিলে বন্ধুরা শত সঙ্কটে সান্ত¡না তো আছে মুক্ত বাংলায় হেঁটেছি আমরা দেখেছি স্বাধীনতা অথচ একাত্তরে বেঁচে থাকার কথা ছিল না আমাদের।
×