ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে ওষুধ ব্যবসা বন্ধ করছে গ্লাক্সোস্মিথক্লাইন

প্রকাশিত: ০৭:৫৫, ২৭ জুলাই ২০১৮

বাংলাদেশে ওষুধ  ব্যবসা বন্ধ করছে  গ্লাক্সোস্মিথক্লাইন

বিডিনিউজ ॥ ওষুধ খাতে বিশ্বের অন্যতম বড় কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশে তাদের দীর্ঘদিনের ওষুধ উৎপাদন ও বিপণন কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানি লোকসানের মুখে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার গ্লাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বলা হয়, কোম্পানির পরিচালনা পর্ষদ ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করে বাণিজ্যিকভাবে লোকসানে পড়া তাদের ফার্মাসিউটিক্যাল বিজনেস ইউনিটের সব উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধের প্রস্তাব করেছে। তবে জিএসকে বাংলাদেশ তাদের কনজিউমার হেলথকেয়ার ব্যবসা চালিয়ে যাবে এবং ফার্মাসিউটিক্যাল ব্যবসা বন্ধের কোন প্রভাব তাতে পড়বে না। ফার্মাসিউটিক্যাল বিজনেস ইউনিট বন্ধ হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়া এক হাজারের বেশি কর্মীকে যথাযথ প্রাপ্য পরিশোধ এবং দুঃসময় কাটিয়ে উঠতে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। জিএসকে আশা করছে, ফার্মাসিউটিক্যাল বিজনেস ইউনিট বন্ধের সব প্রক্রিয়া এ বছরের মধ্যেই শেষ করতে পারবে তারা। জিএসকে বাংলাদেশের হেড অব কমিউনিকেশন্স রুমানা আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফার্মাসিউটিক্যাল বিজনেস ইউনিটের উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধের বিষয়ে শুক্রবার ঢাকায় একটি সংবাদ সম্মেলন হবে। সেখানে আপনাদের জিজ্ঞাসার উত্তর আমরা দেব।
×