ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৭:৪৯, ২৭ জুলাই ২০১৮

 ফ্যাশন সংবাদ

মি এন্ড মম রাজধানীর ব্যস্ততম এলাকা পুরান ঢাকার ঐতিহ্যবাহী ওয়ারীতে মি এন্ড মম-এর ষষ্ঠতম শাখার উদ্বোধন হয়ে গেলো। মা ও শিশুর প্রয়োজনীয় এবং বৈচিত্র্যপূর্ণ পণ্যের সমাহার নিয়ে মি এন্ড মম অন্য সবার থেকে এগিয়ে। সে ধারাবাহিকতা রক্ষা করেই মি এন্ড মম তাদের নতুন শাখার যাত্রা করল রাজধানীর ওয়ারীতে। আপনারা সবাই আমন্ত্রিত। যোগাযোগ : ০১৭৩০৩১৬৯১৬ আমাদের শোরুমসমূহ : ওয়ারী, র‌্যানকিন স্ট্রিট (মিনা বাজারের বিপরীত পাশে),বসুন্ধরা শোরুম, ক/১১/২এ, নদ্দা, বসুন্ধরা। উত্তরা শোরুম, হাউজ-২৯, সেক্টর-৭, উত্তরা। মোহাম্মদপুর শোরুম, ২৫/১২ ব্লক সি, তাজমহল রোড। মিরপুর শোরুম, প্লট-৮, সেকশন-৬, সেনপাড়া ও এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল। . আর্ট মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহায় আর্ট আউট লেটে রঙের বিন্যাস আর নজরকাড়া বৈচিত্র্যের, আর্ট এক্সক্লুসিভ ডিজাইনের বেশকিছু পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। ঈদ উৎসব উপলক্ষে আউট লেটে নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবি এনেছে। ঋতু বৈচিত্র্যের কথা মাথায় রেখে ফেব্রিক্স ও রঙের ক্ষেত্রে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। উৎসব আয়োজনে প্রধানত জোর দেয়া হয়েছে পোশাকের উপকরণের ডিজাইনে, কাট প্যাটার্ন ও ফিনিশিংয়ে এবং এক্সেসরিজের ব্যবহারে। আর্টে আছে ফ্যাশন সচেতন ছেলেদের জন্য শার্ট, পলো শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি। এ ছাড়াও নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের পোশাক। . ব্যাঙ মুুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহায় ব্যাঙ তারুণ্যের সৌখিনতা ও পছন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে বেশ রুচিশীল ও উৎসব নির্ভর পোশাক তৈরি করছে। ব্যাঙ নিজের সৃজনশীলতায় রাঙিয়ে তৈরি করছে একদম আলাদা স্টাইলের পোশাক। দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙে পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবিসহ নানা রকম মানানসই পোশাক।
×