ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বর্ষায় পোশাকি আয়োজন

প্রকাশিত: ০৭:৪৮, ২৭ জুলাই ২০১৮

 বর্ষায় পোশাকি আয়োজন

বৃষ্টি, বৃষ্টি ভেজা ফুল, সুবাসিত বাতাস সব কিছু মিলিয়ে মোহয়িত বর্ষাকাল। নানা ফুল ও নানা রং এর রূপে পরিপূর্ণ এই কালই যেন কবি-সাহিত্যিকের প্রথম পছন্দের বিষয়বস্তু। তাই বর্ষার পোশাকেও বর্ষার নানা ফুলের ছোয়া। বৃক্ষ থেকে গুল্ম, গুল্ম থেকে লতা বর্ষায় নানা ফুলের উপস্থিতি। কদম, অপরাজিতা, সন্ধ্যা মালতী, দোলনচাঁপার মত সুপরিচিত ফুলও যেমন রয়েছে তেমনি অপ্রতুল কিন্তু নিজস্ব সৌন্দর্যে অটল গুল নার্গিস, মালতী লতা, বোতাম ফুল, তরুলতার মতো নানা ফুল। আর এসব জানা ও অজানা বর্ষার ফুল নিয়ে বর্ষার পোশাকের আয়োজন। আয়োজনে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, টপ্স, পাঞ্জাবি, শার্ট ও বাচ্চাদের পোশাক। কদম : রূপসী তরুর অন্যতম হলো কদম। বর্ষার সবচেয়ে জনপ্রিয় ফুল। হলুদ সাদার সংমিশ্রণের কদম সবুজ পাতার সঙ্গে পোশাকে ফুটে উঠেছে নানা বিন্যাসে। অপরাজিতা : নীলচে বেগুনি এই লতানো ফুলে রয়েছে সোনালি হলুদের শেড। সাদা পোশাকে সেই অপরাজিতার রঙের ছটা বর্ষার পোশাককে করে আরও আকর্ষণীয়। সন্ধ্যামালতী : হলুদ ও মেজেন্টা দুটি বিপরীত ধর্মী রং কিন্তু যখন একই গাছে এই দুই রঙের ছোট ছোট ফুল শোভা পায়। তখন তা অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে। আর সেই কম্বিনেশন যখন সাদা পোশাকে ফোটে তখন তা আরও অপূর্ব হয়ে ওঠে। দোলনচাঁপা : দোলনচাঁপা বর্ষার আরেকটি জনপ্রিয় ফুল। সাদা ফুলটি তার সুবাসের জন্য আরও জনপ্রিয়। নীল কাপড়ে দোলনচাঁপার সাদা রং এবং সঙ্গে সবুজ পাতা যেন বর্ষাকে বহন করছে। গুল নার্গিস : অপ্রচলিত এই ফুলটিও বর্ষাকালের একটি সুগন্ধি ফুল। সাদা ও হলুদ রঙের ফুল খুবই সুন্দর। সাদা পোশাকে তা ফুটে উঠেছে আরও সুন্দরভাবে। মালতীলতা : অনেক গানে, কবিতায় থাকলেও ফুলটি খুব কম দেখা যায়। তবে বর্ষার ফুলের কথা উঠলে এর নামটি আসবেই। নীল সাদা টাই-ডাইয়ের পোশাকে মালতীলতা ফুটে উঠেছে তার নিজস্ব সৌন্দর্যে। বোতাম ফুল : মেজেন্টা, গাঢ়, বেগুনি রঙের মিশ্রণে ছোট বোতামের মতো একটা ফুল। বর্ষাকালে নিচু গাছে যখন অনেক ফুল একসঙ্গে ফুটে তা দেখতে অনেক মনোরম লাগে। হাল্কা মিষ্টি কালারে এই তিন রঙের সমন্বয়ে পোশাক হয়ে ওঠে আরও মনোরম। তরুলতা : মেজেন্টা, সাদা ও গাঢ় লালের এই ফুলটি অপূর্ব দেখতে। লতানো এই ছোট ফুলটি সবুজ পাতার কম্বিনেশনে সাদা পোশাকে প্রকাশ পেয়েছে আরও অপূর্বভাবে। ফ্যাশন ডেস্ক ছবি : কেক্রাফট
×