ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেলে চড়ে লাদাখ

প্রকাশিত: ০৭:৪২, ২৭ জুলাই ২০১৮

 মোটরসাইকেলে চড়ে লাদাখ

শৈশবের বন্ধুদের নিয়ে গড়ে তোলা আমাদের মোটরসাইকেল ক্লাবের নাম ‘ওল্ড টাউন বাইকারস’। ২০১৫ সাল থেকে এই ক্লাবের আনুষ্ঠানিক পথচলা শুরু। লক্ষ্য আমাদের মোটরসাইকেলে করে বাংলাদেশের আনাচে-কানাচে, দূর-দুরান্তে ঘুরে বেড়াবো। নিজ দেশের দর্শনীয় স্থানগুলো দেশবাসী ও ভিনদেশীদের কাছে তুলে ধরবো। ‘লাদাখ’ ভারতের উত্তরে চীন ও তিব্বতের সীমানা ঘেঁষা একটি পর্যটন কেন্দ্র, যা কিনা পৃথিবীর সকল মোটরসাইকেলপ্রেমীদের জন্য তীর্থ-স্থানস্বরূপ। প্রায় ২ বছরের পরিকল্পনা আমদের। অবশেষে সেই স্বপ্নের লক্ষ্য লাদাখের উদ্দেশে রওনা হই, রুট প্ল্যান সঙ্গে নিয়ে। পৃথিবীর অন্যতম বিপজ্জনক পাস যা সাচ-পাস’ নামে সকলের কাছে পরিচিত, উচ্চতা ১৪৫০০ ফিটের কিছু বেশি যা কিনা পৃথিবীর বিপজ্জনক সড়কের মধ্যে একটি! গত ১৭ মে আমরা আমাদের যাত্রা শুরু করি কলকাতা হতে ২টি মোটরবাইকে আমরা ৩ জন। গন্তব্য বানারাস। সেখান থেকে আগ্রা, দিল্লী, চন্ডীগড় হয়ে চামেরা লেক, বৈরাগর, সাচ-পাস, কিলার, কিশতোয়ার, শ্রিনগর, দ্রাস, কারগিল, লেহ হয়ে পুনরায় মানালি, চন্ডীগড়, দিল্লী, লাখনো হয়ে কলকাতা ফিরে আসি। সাচ-পাস ভুপৃষ্ঠ থেকে ১৪৫০০ ফুট উচ্চতায় অবস্থিত হওয়ায় অক্সিজেনের বেশ অভাব অনুভূত হয়, শ্বাসকষ্ট থেকে শুরু করে নাক দিয়ে রক্ত আসার মতো ঘটনা ঘটে। আমরা প্রচন্ড সাপোর্ট পেয়েছি ইন্ডিয়ান আর্মির কাছ থেকে, কিন্তু কস্টের বিষয় এই যে লাদাখের বিখ্যাত ‘খারদুংলা পাস’ পৃথিবীর সবচেয়ে উঁচু মোটোরেবল রোড। ৪৫০০ কি.মি. চালানোর পর যখন খারদুংলা পাস আমাদের থেকে ৩৯ কি.মি. দূরে অবস্থান করছিল এবং আমরা পারমিটের অভাবে সেখানে যেতে পারছিলাম না, সেই সময়ের কষ্টের অনূভূতি ভাষায় ব্যক্ত করার নয়। ইনার লাইন পারমিটের মধ্যে বিশেষ আকর্ষণ বলিউডের আলোচিত সিনেমা থ্রি-ইডিয়টসর শ্যুটিং স্পট প্যাঙ্গন লেক এবং ঠা-া মরুভূমি নূভ্রা ভ্যালি। পুরো ট্রিপ সম্পূর্ণ করতে আমাদের সময় লেগেছিল ১৮ দিন এবং আমরা প্রায় ৮৬০০ কি.মি. মোটরবাইক চালিয়েছিলাম। ভ্রমণকালে ভারতবর্ষে সর্বোচ্চ তাপমাত্রা পেয়েছিলাম আগ্রাতে ৪৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোনিম্ন তাপমাত্রা পেয়েছিলাম সিনথেন টপ-এ -৪ ডিগ্রী সেলসিয়াস এমনকি সেখানে আমরা তুষার পাতের সম্মুখীন হই যা ছিল আমাদের জন্য বরই আশ্চর্য একই সঙ্গে চমৎকৃত হবার বিষয়। আল্লাহ্-তা-আলার অশেষ রহমতে কোনরূপ বাধা বিপত্তি ছাড়াই আমরা আমাদের অতি কাক্সিক্ষত ট্রিপটি সম্পূর্ণ করি।
×