ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরিয়ে দেয়া হচ্ছে মার্কিন ডেপুটি এ্যাটর্নি জেনারেলকে

প্রকাশিত: ০৭:১১, ২৭ জুলাই ২০১৮

 সরিয়ে দেয়া হচ্ছে মার্কিন ডেপুটি এ্যাটর্নি  জেনারেলকে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্ত দেখাশোনার দায়িত্বে থাকা ডেপুটি এ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইনকে তার পদ থেকে সরিয়ে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। কংগ্রেসের রিপাবলিকান প্রতিনিধিরা নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে রোজেনস্টাইনের অভিশংসন প্রক্রিয়া শুরুর প্রয়োজনীয় নথিপত্র জমাও দিয়েছেন। বিবিসি। রিপাবলিকান কংগ্রেস সদস্য মার্ক মিডোস ও জিম জর্ডান বুধবার সন্ধ্যায় এ প্রক্রিয়ার সূচনা করেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্ত সংক্রান্ত নথি চেয়ে কংগ্রেসের আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হওয়ায় রোজেনস্টাইনের অপসারণ চেয়েছেন ট্রাম্পের বেশ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই দুই রিপাবলিকান। মার্কিন বিচারবিভাগ সাংসদদের এ অভিযোগ অস্বীকার করেছে। প্রক্রিয়া শুরু হলেও বিচারবিভাগের অন্যতম শীর্ষ এ পদধারীকে সরানো সহজ হবে না। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা রাজি হলেও রোজেনস্টাইনের অভিশংসন প্রক্রিয়া অনুমোদনে সিনেটের দুই-তৃতীয়াংশ সমর্থন লাগবে। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে রিপাবলিকানদের সঙ্গে বিরোধীদের ব্যবধান খুবই সামান্য।
×