ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছেলের ভ্যানে চেপে ভোট চাইছেন মা-

প্রকাশিত: ০৭:১০, ২৭ জুলাই ২০১৮

ছেলের ভ্যানে চেপে ভোট চাইছেন মা-

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পরপর তিন বার নির্বাচন করে হেরেছেন বটে, তবে দমে যাননি। অন্যান্য প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে অর্থ খরচের সামর্থ্য না থাকলেও প্রচারে কিন্তু পিছিয়ে নেই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হতদরিদ্র নাদিরা বেগম। ছেলের ভ্যানে চেপে মাইকিং করে নিজের ভোট নিজেই চাইছেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রচার চালাচ্ছেন ছেলেকে সঙ্গে নিয়েই। নাদিরা বেগমের এই ব্যতিক্রমী প্রচার মন কেড়েছে ওই ওয়ার্ডের ভোটারদের। জানা যায়, উচ্চ মাধ্যমিক পাস করা এই নারী পেশায় গৃহিণী। তিনি নগরীর রামচন্দ্রপুর এলাকার মকবুল হোসেনের মেয়ে। স্বামীহারা নাদিরা বেগমের একমাত্র ছেলে শাহারিয়ার আহমেদ স্বপ্নীল নগরীর একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী পদে লড়ছেন নাদিরা। ওই ওয়ার্ডে প্রার্থী রয়েছেন আরও ছয়জন।
×