ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে কটূক্তি বুলবুলের, ক্ষমা চাইলেন মিনু

প্রকাশিত: ০৭:০৯, ২৭ জুলাই ২০১৮

  বঙ্গবন্ধু ও জাতীয় চার  নেতাকে কটূক্তি  বুলবুলের, ক্ষমা  চাইলেন মিনু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বেসরকারী টেলিভিশন চ্যানেলের এক নির্বাচনী টকশো ‘জনতন্ত্র, গণতন্ত্র’ অনুষ্ঠানের দৃশ্যধারণ অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানকে নিয়ে কটূক্তি ও ব্যাপক মিথ্যাচার করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ও তার সমর্থকরা। তবে অনুষ্ঠান শেষে বিএনপি নেতাকর্মীদের সবার হয়ে ক্ষমা চেয়ে পরিস্থিতি শান্ত করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর মুন লাইট গার্ডেনে বেসরকারী টেলিভিশন চ্যালেন নিউজ টোয়েন্টিফোর নির্বাচনী টকশোর দৃশ্যধারণ অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থাপক সামিয়া রহমানের উপস্থাপনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান, সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, গণসংহতি আন্দোলনের সমর্থিত মেয়র প্রার্থী মুরাদ মোর্শেদ, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম। টকশো অনুষ্ঠান চলাকালে বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বিভিন্ন ধরনের মিথ্যাচার করতে থাকেন। এক পর্যায়ে বুলবুল বলেন, বিএনপি নেতা মিজানুর রহমান মিনুসহ কয়েকজনকে গাড়ি থেকে জোর করে নামিয়ে থানায় ঘেরাও করে রেখেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় তাৎক্ষণকিভাবে থানায় ফোন দিয়ে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার ওসির কাছ থেকে খবর নিয়ে সবাইকে জানান, ‘পুলিশ বিএনপির মিনুসহ কাউকে আটক বা ঘেরাও করে রাখেনি।’ এ সময় সাধারণ জনগণ বুলবুলের মিথ্যাচারে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর কিছুক্ষণ পর পরিস্থিত শান্ত হয়। উপস্থাপক দর্শক সারিতে প্রশ্ন নিতে শুরু করলে নগরবাসীর অনেকে বুলবুলকে রাজশাহীর উন্নয়নে ব্যর্থ একজন মেয়র হিসেবে উল্লেখ করেন।
×