ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দাউদকান্দিতে তীব্র যানজট

প্রকাশিত: ০৭:০০, ২৭ জুলাই ২০১৮

 দাউদকান্দিতে তীব্র যানজট

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২৬ জুলাই ॥ দেশের লাইফ লাইন খ্যাত একমাত্র বাণিজ্যিক সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে প্রায় ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বুধবার রাত থেকে দাউদকান্দি গোমতী সেতু এলাকা থেকে শুরু হওয়া যানজট বৃহস্পতিবার তীব্র আকার ধারণ করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এর দীর্ঘতাও। যানজটে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। পুলিশ জানায়, বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতু এলাকায় ঢাকাগামী লেনের ছোট আকারে যানজট দেখা দেয়। কিন্তু রাত ফুরিয়ে সকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকলে যানজটের তীব্রতাও বাড়তে থাকে। দুপুর ১২টায় এসে এ লেনের প্রায় ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। বাস যাত্রীরা জানান ভোরে কুমিল্লা ও চট্টগ্রাম থেকে রওনা হয়ে দাউদকান্দিতে একই স্থানে ৩-৪ ঘণ্টা আটকে আছি। কখন যে ঢাকা পৌঁছাব তা অনিশ্চিত।
×