ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ৫ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৬:৫৯, ২৭ জুলাই ২০১৮

 মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ৫ সেপ্টেম্বর

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৬ জুলাই ॥ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার বাদীপক্ষের তৃতীয় স্বাক্ষী গ্রহণ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সরকার দলীয় এমপি আমানুর রহমান খান রানার উপস্থিতিতে স্বাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদা খানম আদালতে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার স্বাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়। এদিন আদালতে মামলার বাদীপক্ষের স্বাক্ষী নিহতের মেয়ে ফারজানা আহমেদ মিথুনের স্বাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়। পরে আদালত আগামী ৫ সেপ্টেম্বর এই মামলার স্বাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে এ মামলার প্রধান আসামি এমপি আমানুর রহমান খান রানাসহ টাঙ্গাইল কারাগারে থাকা আরও তিন আসামি মোহাম্মদ আলী, আনিছুর রহমান রাজা ও সমিরকে আদালতে হাজির করা হয়।
×