ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫৬, ২৭ জুলাই ২০১৮

টুকরো খবর

চরমপন্থী নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৬ জুলাই ॥ ফরিদপুর উপজেলায় চরমপন্থী দলের আঞ্চলিক নেতা ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ও তিনটি হত্যা মামলার আসামি আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হান্নান উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের খলিশাদহ গ্রামের অফের আলীর ছেলে। ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান আলী জানান, চরমপন্থী নেতা হান্নান ও তার সঙ্গীরা ডাকাতির প্রস্তুতি নেয়ার সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বনওয়ারীনগর গ্রামের সোনারবাংলা ক্লাবের নিচে অভিযান চালায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সঙ্গীরা পালিয়ে গেলেও হান্নানকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত হান্নান নিষিদ্ধ চরমপন্থী দলের আঞ্চলিক নেতা। . বসুমতি বাস সার্ভিস উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট থেকে ঢাকার গাবতলী সড়কে বসুমতি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার শিমুলিয়াঘাটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বসুমতি লিমিটেডকে ৪০টি বাসের পারমিট দেয়া হয়েছে। এখন ২৭টি বাস যাত্রী সেবা দেবে। এ পরিবহনের মালিক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। . কৃষক হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৬ জুলাই ॥ নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি গ্রামের কৃষক হোসেন মিয়াকে (৫৫) হত্যার দায়ে একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামির নাম আব্দুল আজিজ (৪৮)। মামলার অপর দুই আসামিকে খালাস দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র জানা গেছে, মৌগাতি গ্রামের কৃষক হোসেন মিয়ার সঙ্গে একই গ্রামের আব্দুল আজিজের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০১১ সালে ১১ আগস্ট বিকেলে হোসেন মিয়া মৌগাতি ইউনিয়ন পরিষদের সামনে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় আব্দুল আজিজ তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হোসেন মিয়ার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। . রাঙ্গামাটি জেলা পরিষদের বাজেট ঘোষণা নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ২৬ জুলাই ॥ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দুপুরে পরিষদ চেয়াম্যান বৃষকেতু চাকমা এই বাজেট ঘোষণা করেছেন। জেলা পরিষদের নিজস্ব আয় থেকে ধরা হয়েছে মাত্র ৩ কোটি টাকা। এই ক্ষেত্রে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫৮ কোটি ৫০ লাখ টাকা। আর সংস্থাপন খাতে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৫০ লাখ টাকা। উন্নয়ন খাতের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে যোগাযোগ খাতে। এরপরে রাখা হয়েছে শিক্ষাখাত।
×