ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩ মাসেও ঘা শুকায়নি

পাবনায় প্রসূতির পেটে সুতা রেখে সেলাই

প্রকাশিত: ০৬:৫৪, ২৭ জুলাই ২০১৮

পাবনায় প্রসূতির পেটে সুতা রেখে  সেলাই

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৬ জুলাই ॥ সিজারিয়ান অপারেশনে পেটের মধ্যে সুতা রেখে সেলাই করায় গৃহবধূ পিংকি রানী সাহার ৩ মাসেও ঘা শুকায়নি। ৭ দফায় এন্টিবায়োটিক ওষুধ দেয়ার পরও ঘা না শুকানোয় আলট্রাসনোগ্রামে দেখা যায় ওই প্রসূতির পেটে সুতা রেখে সেলাই করা হয়েছে। চিকিৎসক তাকে আবারও অপারেশনের মাধ্যমে সুতা অপসারণের পরামর্শ দিয়েছেন। এ ঘটনাটি শাহজাদপুর বন্ধন ক্লিনিকে ঘটেছে। জানা গেছে, পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া গ্রামের ব্যবসায়ী লালচাঁদ সাহার স্ত্রী পিংকি রানী সাহা সন্তান প্রসবের জন্য বাবার বাড়ি শাহজাদপুর সাহাপাড়ায় যান। তাকে শাহজাদপুর বন্ধন ক্লিনিকে ভর্তি করা হয়। গত ২৩ মার্চ পোতাজিয়া সরকারী হাসপাতালের ডাক্তার রোখসানা বেগম হ্যাপি বন্ধন ক্লিনিকে তার সিজারিয়ান অপারেশন করে বাচ্চা প্রসব করান। ৩ মাস পার হলেও তার ২টি সেলাইয়ের গোড়া থেকে পুঁজ বের হতে থাকে। দেড় মাস পর ওই ডাক্তার তার চামড়া কেটে আবারও ২টি সেলাই করেন। তার পরেও ঘা না শুকানোয় তিনি সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজের ডাক্তার রাশেদা বেগমকে দেখান। ২ ডাক্তার ৩ মাস ধরে ৭ দফায় এন্টিবায়োটিক ওষুধ দেয়ার পরও ঘা না শুকানোয় আরও নানাবিধ শারীরিক উপসর্গ দেখা দেয়। এরপর পিংকি রানী সাহাকে বৃহস্পতিবার পাবনা পিডিসি হাসপাতালে ডাক্তার সিরাজুল হোসেনকে দেখানো হলে তিনি আলট্রাসনোগ্রাম করে দেখতে পান তার পেটের মধ্যে সুতা রেখে সেলাই করা হয়েছে। এ সুতার কারণে পুঁজ জমে যাওয়ায় তার ঘা শুকাচ্ছে না। তিনি পিংকি সাহাকে অপারেশনের মাধ্যমে সুতা অপসারণের পরামর্শ দিয়েছেন। এদিকে ব্যবসায়ী লালচাঁদ সাহা পেটের মধ্যে সুতা রেখে সেলাই দেয়ার ঘটনায় ডাক্তারের অবহেলাকে দায়ী করে বিষয়টির তদন্ত ও বিচার দাবি করেছেন।
×