ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় অনুষ্ঠিত হলো স্টাডি ইন ইন্ডিয়া মেলা

প্রকাশিত: ০৬:৫৩, ২৭ জুলাই ২০১৮

  খুলনায় অনুষ্ঠিত হলো স্টাডি ইন ইন্ডিয়া মেলা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘স্টাডি ইন ইন্ডিয়া’ শীর্ষক মেলা। ‘ইন্ডিয়ান হাইকমিশন’ এবং ‘ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স’-এর সহযোগিতায় ভারতভিত্তিক এ্যাফেয়ার্স এক্সিবিশনস এ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড ও ঢাকার প্রিমিয়ার এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান এ টু জেড স্টাডির আয়োজনে নগরীর হোটেল সিটি ইনে এই মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রাইনা। উদ্বোধন শেষে তিনি বলেন, এই মেলা বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য ভারতে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ তৈরি করবে। বাংলাদেশের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ কর্মশক্তিতে রূপান্তরিত হবে। যা ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। এ সময় আয়োজকদের পক্ষ থেকে সঞ্জিব বোলিয়া, প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপক এ্যাফেয়ারস এক্সিবিশন এ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড বলেন, আমরা প্রথমবারের মতো এবার খুলনায় এই মেলার আয়োজন করেছি। আমরা খুব সাড়া পাচ্ছি।
×