ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বালু উত্তোলন অনুসন্ধানে দুদক

হুমকিতে নির্মাণাধীন সেতু ॥ ভৈরব নদে লাল পতাকা

প্রকাশিত: ০৬:৫১, ২৭ জুলাই ২০১৮

হুমকিতে নির্মাণাধীন সেতু ॥ ভৈরব  নদে লাল পতাকা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নওয়াপাড়া নৌবন্দর এলাকায় নির্মাণাধীন সেতুর পাশে খননযন্ত্র বসিয়ে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে। এতে ৭৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ওই সেতু ঝুঁকির মধ্যে পড়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল গত মঙ্গল ও বুধবার ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে। আর স্থানীয় প্রশাসন বুধবার দুপুরে ভৈরব নদ থেকে বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করে নির্মাণাধীন সেতু সংলগ্ন এলাকায় সীমানা নির্দিষ্ট করে লাল পতাকা স্থাপন করেছে। সূত্র মতে, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ যশোরের তত্ত্বাবধানে ২০১৪ সালের ৩০ নবেম্বর ৭৮ কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৬১৫ টাকা ব্যয়ে অভয়নগরের নওয়াপাড়ায় ৭০২ দশমিক ৫৫ মিটার দৈর্ঘ্য এবং ৮ মিটার প্রস্থ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। আর সেতুর দুই পাশে তিন কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের জন্য সাত কোটি ১৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। সেতুর কাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে। এরই মধ্যে নওয়াপাড়া নৌবন্দর এলাকায় নির্মাণাধীন সেতুর পাশে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করতে থাকেন অভয়নগর উপজেলার শাহ্ খালিদ মামুন ও আসলাম হোসেন। এদিকে বিষয়টি দুদকের কর্মকর্তা ও অভয়নগর উপজেলা প্রশাসনের নজরে আসে। বুধবার দুপুরে অভয়নগর উপজেলা প্রশাসন ভৈরব নদ থেকে বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করে নির্মাণাধীন সেতু সংলগ্ন এলাকায় সীমানা নির্দিষ্ট করে লাল পতাকা স্থাপন করেছে। সরকারী নির্দেশনা ভঙ্গ করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানিয়ে ওই এলাকায় সরকারী বিজ্ঞপ্তির নোটিস লাগিয়ে দেয়া হয়েছে। জানতে চাইলে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, নওয়াপাড়া নৌবন্দর এলাকার সীমানা নির্দিষ্ট করে লাল পতাকা স্থাপন করা হয়েছে। এছাড়া ভৈরব নদ থেকে বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, দুদকের ১০৬ হটলাইন থেকে নওয়াপাড়া নৌবন্দর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে অনুসন্ধানের জন্যে নির্দেশনা দেয়া হয়। সেই নির্দশনা অনুযায়ী গত মঙ্গলবার থেকে সরজমিনে অনুসন্ধান শুরু করে তদন্ত দল। তদন্ত দলের নেতৃত্বে আছেন দুদক যশোরের উপ-পরিচালক আবদুল গফফার। জানতে চাইলে উপ-পরিচালক আবদুল গফফার বলেন, দুদকের হটলাইনের নির্দেশনা অনুযায়ী নওয়াপাড়া নৌবন্দর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভৈরব নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আগামী দুই/একদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
×