ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওজিল বিতর্ক ও রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন শুরুর পরিকল্পনা করছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা

সমাধান খুঁজছে জার্মানি

প্রকাশিত: ০৬:৪৬, ২৭ জুলাই ২০১৮

সমাধান খুঁজছে জার্মানি

স্পোর্টস রিপোর্টার ॥ ফেবারিটের তকমাটা গায়ে মেখেই রাশিয়ার বিমান ধরেছিল জার্মানি। কিন্তু বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ক্রুস-মুলাররা। বিশ্বকাপের দীর্ঘ ৮০ বছরের ইতিহাসে এই প্রথম টুর্নামেন্টের গ্রুপপর্বের বাধা পেরুতে ব্যর্থ হয় জোয়াকিম লো’র শিষ্যরা। ২০১৮ বিশ্বকাপের ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কের জন্ম দেন আর্সেনালের জার্মান স্ট্রাইকার মেসুত ওজিল। গত রবিবার দেশটির ফেডারেশন ও জার্মান সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলেন তিনি। সেই সঙ্গে জার্মানির জার্সিতে আর কোন ম্যাচে প্রতিনিধিত্ব না করারও ঘোষণা দেন এই তারকা মিডফিল্ডার। এরপর থেকেই গোটা ফুটবল দুনিয়াতে ঝড় বয়ে যায় ওজিল-বিতর্কে। যদিওবা মেসুত ওজিলের এমন অভিযোগ অস্বীকার করেছে জার্মানির ফুটবল এ্যাসোসিয়েশন (ডিএফবি)। তবে বিশ্বকাপের ব্যর্থতা আর মেসুত ওজিলের বিতর্ক থেকে বেরিয়ে এসে জার্মানির ফুটবলকে সামনের দিকে এগিয়ে নেয়ার পরিকল্পনা করছে তারা। সে জন্য প্রাথমিকভাবে তিনটি পদক্ষেপ নেয়ার কথাও জানান জার্মান ফুটবল এ্যাসোসিয়েশনের প্রধান রেইনহার্ড গ্রিন্ডেল। গ্রিন্ডেলের পরিকল্পনার প্রথমটি হলো- চলমান বর্ণবিভেদ বিতর্ক ভুলে নিজেদের সম্পর্কের উন্নতি করা। এসব বিতর্কের অবসান ঘটিয়ে কিভাবে দলের গতিশক্তি বৃদ্ধি করা যায় সেই পথ খুঁজে বের করা। দ্বিতীয়ত, বিশ্বকাপের হতাশাজনক পারফর্মেন্সের একটা সুষ্ঠু বিশ্লেষণ খুঁজে বের করা। যাতে করে আবারও উজ্জীবিত এবং সফল ফুটবল খেলা যায়। তৃতীয়ত, আমাদের সকলেরই একটাই লক্ষ্য থাকতে হবে। সেটা হলো কিভাবে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের স্বাগতিক দেশ হতে পারি আমরা। এদিকে জার্মানির আর্সেনাল তারকা মেসুত ওজিল এখন সিঙ্গাপুরে। গানারদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে ওজিলের ওপর সাম্প্রতিক সময়ে যে একটা বড় ধরনের ঝড় বয়ে গেছে তা অনুমিতই। তার অবসরের সিদ্ধান্তে অবশ্য ফুটবল মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কিন্তু তার ক্লাব আর্সেনালের কোচ উনাই এমেরি জানিয়ে দিলেন গানাররা তার পাশেই আছে। এ প্রসঙ্গে সাবেক পিএসজির এই কোচ বলেন, ‘ওজিলের ওপর দিয়ে কি ঝড় বয়ে চলেছে তা অনুমান করতে পারি। এই অবস্থায় আর্সেনাল পরিবার ও’র পাশে রয়েছে। ওজিলকে যে কোন ধরনের সহযোগিতা করতে আমরা প্রত্যেকে তৈরি। মেসুতের মতো ফুটবলার অবশ্যই শ্রদ্ধার পাত্র। দেশ ও ক্লাবের হয়ে ও’র কঠোর শ্রম কখনই ভোলার নয়। প্রাকমৌসুম প্রস্তুতিতে ওজিলের পারফর্মেন্সে আমি সন্তুষ্ট। তবে চাই না অবসরের সিদ্ধান্ত নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ওকে বিব্রত করুক।’ সিঙ্গাপুরের একটি স্কুলের মাঠে অনুশীলনের পর ওজিলকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়। কিন্তু কোন উত্তর দেননি জার্মান তারকা। তবে আর্সেনালের গোলরক্ষক পিওতর চেক মনে করেন এটা নিয়ে অন্যদের মাথা ঘামানোটা মোটেও ঠিক না। তিনি বলেন, ‘ডিএফবি এবং ওজিলের মধ্যে কি সমস্যা হয়েছে তা নিয়ে আমাদের মাথা ঘামানো উচিত নয়। এটা একান্তই ও’র ব্যক্তিগত ব্যাপার। তবে এটা জানি, ওজিল কতটা ভয়ঙ্কর ফুটবলার। জার্মানির বিশ্বকাপ জয়ে ও’র অবদান ভোলার নয়। আশাকরি, আমাদের সান্নিধ্যে ও’ এই মানসিক অবসাদ কাটিয়ে উঠবে।’ জার্মান ফুটবলের ওপর ‘বর্ণবাদ ও অসৌজন্যমূলক’ আচরণের অভিযোগ তুলে ওজিল অবসর প্রসঙ্গে বলেছিলেন, ‘জার্মানির হয়ে আর খেলতে চাই না।’ ২৯ বছর বয়সী এ মিডফিল্ডার বিশাল এক বিবৃতিতে জানিয়েছিলেন, বিশ্বকাপে জার্মানির ভরাডুবির পর থেকেই হুমকির পাশাপাশি ই-মেইলেও বাজে বার্তা পাচ্ছিলেন তিনি। যেগুলো তার নিজের এবং পরিবারের জন্য হুমকিস্বরূপ ছিল।
×