ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে দুর্দান্ত ভলি থেকে জাল কাঁপিয়েছিলেন ফ্রান্সের ২২ বছর বয়সী ডিফেন্ডার

রাশিয়া বিশ্বকাপের সেরা গোল ফ্রান্সের পাভার্ডের

প্রকাশিত: ০৬:৪৩, ২৭ জুলাই ২০১৮

  রাশিয়া বিশ্বকাপের সেরা গোল ফ্রান্সের পাভার্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়া বিশ্বকাপ ফুটবলে সেরা গোলের মর্যাদা পেয়েছে চ্যাম্পিয়ন্স ফ্রান্সের ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ডের গোল। প্রিকোয়ার্র্টার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ভলি থেকে চোখ ধাঁধানো গোল করেছিলেন ২২ বছর বয়সী পাভার্ড। ফরাসী ফুলব্যাকের ডান পায়ের দুর্দান্ত ভলি আর্জেন্টিনার গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানিকে ফাঁকি দিয়ে বামদিকের টপ কর্নার দিয়ে জালে প্রবেশ করে। তার গোলেই পিছিয়ে থাকা ফ্রান্স ২-২ গোলে সমতা ফিরিয়েছিল। এরপর আরও দুই গোল করে ম্যাচ জিতে নেয় ফরাসীরা। এই ম্যাচে কিলিয়ান এমবাপের দ্রুতগতির গোলটিও সেরার তালিকায় এগিয়ে ছিল। কিন্তু পাভার্ডের গোলটি ফাইনালে ফ্রান্সের শিরোপা জয়ের পরও দীর্ঘদিন সকলের মনে গেঁথে থাকবে। এবারের আসরে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ফিলিপ কুটিনহো, নাচো ফার্নান্দেজ, জেসে লিনগার্ডরা দারুণ সব গোল করেছেন। কিন্তু অনেক বিবেচনার পর পাভার্ডের গোলটিকেই সেরা হিসেবে বেছে নেয়া হয়েছে। বিশ্ব জুড়ে সমর্থকদের বিপুল সংখ্যক ভোটে পাভার্ডের গোলটিই সেরা নির্বাচিত হয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওয়েবসাইটে সেরা গোল বাছাইয়ে প্রায় ৩০ লাখ ফুটবলভক্ত ভোট দিয়েছেন। সেখানে সবচেয়ে বেশি ভোট পেয়েছে পাভার্ডের গোল। ওই ম্যাচ শেষে ২২ বছর বয়সী পাভার্ড বলেছিলেন, তিনি গোলের কথা ভাবেননি, শুধু শটটা নিচে রাখতে চেয়েছিলেন। ফরাসী তারকা বলেন, বল আমার কাছে আসার সময় লাফিয়ে উঠেছিল। যেদিক থেকে এসেছিল আমি সেদিকে আঘাত করার চেষ্টা করেছিলাম, যা সবসময় স্ট্রাইকাররা আমাকে বলে। যখন বল জালে গেল আমি খুব খুশি হয়েছিলাম। দ্বিতীয় সেরা গোল নির্বাচিত হয়েছে জাপানের বিপক্ষে কলম্বিয়ার জুয়ান কিনতেরোর বুদ্ধিদীপ্ত ফ্রিকিক থেকে করা গোল। আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে দূরপাল্লার শটে করা লুকা মডরিচের গোলটি হয়েছে তৃতীয় সেরা। রাশিয়া বিশ্বকাপে পাভার্ডের পারফর্মেন্সে সন্তুষ্ট হয়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ ইতোমধ্যে তাকে দলভুক্ত করার আগ্রহ দেখিয়েছে। আরও বেশ কয়েকটি দলও আগ্রহ দেখিয়েছে। বিশ্বকাপের পারফর্মেন্স উঠতি এই ফুটবলারের ক্যারিয়ারটাকে আরও চাঙ্গা করেছে।
×