ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১১ বছর জেল হতে পারে সাবেক বার্সা সভাপতির

প্রকাশিত: ০৬:৪৩, ২৭ জুলাই ২০১৮

১১ বছর জেল হতে পারে সাবেক বার্সা সভাপতির

স্পোর্টস রিপোর্টার ॥ ১১ বছর জেল হতে পারে বার্সিলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রোসেলের। সেই সঙ্গে ৫৯ মিলিয়ন ইউরো জরিমানাও হতে পারে তার। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার দায়িত্ব নেয়ার আগে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করেছিলেন রোসেল। আর ঘটনাটা সেই সময়েই ঘটিয়েছিলেন তিনি। রোসেলের বিরুদ্ধে অভিযোগ, ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করার সময় টিভি সম্প্রচার স্বত্ব নিয়ে জালিয়াতি করে বিশাল পরিমাণ অর্থ ঘরে তুলেছিলেন। আর সেই মামলার সরকারী আইনজীবীই বুধবার মাদ্রিদ কোর্টের বিচারপতির কাছে সান্দ্রোর ১১ বছরের জেলের দাবি জানিয়েছেন। জানিয়ে রাখা ভাল যে, ২০১৪ সালে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর আগেও নানান ধরনের বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছিলেন সান্দ্রো রোসেল।
×