ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিস্মিত গ্লেন ম্যাক্সওয়েল

প্রকাশিত: ০৬:৪১, ২৭ জুলাই ২০১৮

  বিস্মিত গ্লেন ম্যাক্সওয়েল

স্পোর্টস রিপোর্টার ॥ আল-জাজিরায় প্রচারিত ডকুমেন্টারিতে তাকে নিয়ে ফিক্সিংয়ের ইঙ্গিত থাকায় যারপর নাই বিস্মিত গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার বলেন, ‘আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। একটু মর্মাহতও হয়েছিলাম। এমন একটি ম্যাচে এসবে জড়িত থাকা নিয়ে অভিযোগ তোলা হয়েছে, যেখানে আমার কেবল সুখস্মৃতিই আছে, অসাধারণ স্মৃতি সেঞ্চুরি হওয়ার পর স্টিভেন স্মিথকে জড়িয়ে ধরার অনুভূতিটা আমার এখনও মনে পড়ে। এমন অভিযোগ করে সেই অনুভূতিকে নষ্ট করা ছিল ভয়ঙ্কর। আর অবশ্যই এসবে বিন্দুমাত্র সত্যতা নেই। শতভাগ অন্যায় দাবি। আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্তকে কলঙ্কময় করা ছিল খুব নিষ্ঠুর।’ বিশ্ব ক্রীড়াঙ্গনের বিভিন্ন দুর্নীতি নিয়ে টিভি চ্যানেল আল-জাজিরা একটি ডকুমেন্টারি প্রচার করেছিল গত মে মাসে। তাতে দাবি করা হয়েছিল, গত বছর ভারত ও অস্ট্রেলিয়ার রাঁচি টেস্টে স্পট ফিক্সিং হয়েছিল। বলা হয়েছিল, ম্যাচের একটি নির্দিষ্ট সময়ে জুয়াড়িদের বেঁধে দেয়া গতিতে রান তুলেছিল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। অনীল মুনাওয়ার নামে এক ভারতীয় নাগরিক স্পট ফিক্সিংয়ে জড়িত দুইজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের নাম বলেন ডকুমেন্টারিতে। তবে প্রচারের সময় সম্পাদনা করে আড়াল করা হয় নাম দুটি। নাম প্রকাশ না করলেও যে সময়ের কথা বলা হয়েছে এবং ফুটেজে যা ফুটে উঠেছে তাতে অনেকটাই নিশ্চিত, অভিযুক্ত দুই অস্ট্রেলিয়ানের একজন ম্যাক্সওয়েল। চ্যানেলটি জানিয়েছিল, প্রচারের সময় নাম সম্পাদনা করা হলেও বিস্তারিত তথ্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন। এমনকি প্রচারের আগে ওই ফুটেজ ম্যাক্সওয়েলকে দেখানো হয়েছিল। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া বা আইসিসি তাকে জিজ্ঞাসাবাদ করেনি। ম্যাক্সওয়েলের ধারণা, সরাসরি নাম নেয়া হয়নি বলেই তাকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি, ‘যদি তারা (আল-জাজিরা) কারও নাম নিত, তাহলে হয়তো এটিকে আরও গুরুত্ব দিয়ে নেয়া হতো। তারা সুনির্দিষ্ট কোন নাম উল্লেখ করেনি। তবে ম্যাচের যে সময়ের কথা বলেছে, যেখানে আমি ছিলাম। আমার ব্যবহার করা সরঞ্জাম দেখা গেছে (ফুটেজে), ওই ম্যাচে ওই সরঞ্জাম আর কেউ ব্যবহার করেনি। এটা মেনে নেয়া তাই বেশ কঠিন ছিল।’ তদন্তের স্বার্থে আল-জাজিরার কাছে সেই সময় অসম্পাদিত ফুটেজ চেয়েছিল আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়া।
×