ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা পাচ্ছেন ৫ গুণী ব্যক্তি

প্রকাশিত: ০৫:৪৪, ২৭ জুলাই ২০১৮

  মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা পাচ্ছেন ৫ গুণী ব্যক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ এবার ৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দিতে যাচ্ছে বেসরকারী খাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে কবি নির্মলেন্দু গুণ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণার ক্ষেত্রে জাহানারা ইমাম (মরণোত্তর), শিল্প ও বাণিজ্যে অবদান রাখায় মেঘনা গ্রুপের কর্ণধার মোস্তফা কামালকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের ক্রেস্ট, সোনার মেডেল এবং ৩ লাখ টাকা করে দেবে মার্কেন্টাইল ব্যাংক। এছাড়া এমবিএল ইয়াং ব্যাংকার্স এ্যাপ্রিশিয়েশন এ্যাওয়ার্ড পাচ্ছেন ৫ জন ব্যাংকার। আগামীকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মনোনীত গুণীজন ও নির্বাচিত ব্যাংকারদের নাম ঘোষণা করেন ব্যাংকের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা। এদিকে, এমবিএল ইয়াং ব্যাংকার্স এ্যাপ্রিশিয়েশন এ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত ৫ জন ব্যাংকার হলেন- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফয়েজ উদদীন আহমেদ, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ফার্স্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ফার্স্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ রাজন মিয়া, ব্যাংক এশিয়া লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ রিয়াজুল হক ও এবি ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। নির্বাচিতদেরকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং ২ লাখ টাকা দেবে মার্কেন্টাইল ব্যাংক। সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক আলহাজ মোশাররফ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী ও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জি.ডব্লিউ.এম. মোর্তজা, মোঃ জাকির হোসাইন ও আদিল রায়হানসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×