ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাটা স্যুর শেয়ারপ্রতি আয় বেড়েছে

প্রকাশিত: ০৫:৪১, ২৭ জুলাই ২০১৮

 বাটা স্যুর শেয়ারপ্রতি আয় বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাটা সু’র চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন ’১৮) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১৮ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় এই ইপিএস বেড়েছে। কোম্পানিটির চলতি বছরের প্রথমার্ধের অনিরীক্ষিত হিসাবে এ তথ্য পাওয়া গেছে। প্রথমার্ধে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৬.৪২ টাকা। যার পরিমাণ আগের বছর একই সময়ে হয়েছিল ৩৯.২৯ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ৭.১৩ টাকা বা ১৮ শতাংশ। এদিকে ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ’১৮) ইপিএস হয়েছে ৩৩.৫৬ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২৬.৭৪ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ৬.৮২ টাকা বা ২৫ শতাংশ। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪৪.৭৫ টাকায়। -অর্থনৈতিক রিপোর্টার
×